TRENDING:

Maharashtra government in crisis: খোঁজ নেই এক মন্ত্রী, এগারো বিধায়কের! মহারাষ্ট্রে হঠাৎ সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার

Last Updated:

সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে জোরালো ধাক্কা খেয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকার কি সঙ্কটে? সেই সম্ভাবনাই প্রবল৷ কারণ মহারাষ্ট্রের নগরোন্নায়ন মন্ত্রী একনাথ শিন্ডে ছাড়াও এগারো জন শিবসেনা বিধায়কের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর৷
সঙ্কটে উদ্ধব ঠাকরে সরকার৷
সঙ্কটে উদ্ধব ঠাকরে সরকার৷
advertisement

সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে জোরালো ধাক্কা খেয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার৷ তার পরেই রাজ্যের মন্ত্রী সহ এগারো জন শিবসেনা বিধায়ক এ ভাবে দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সূত্রের খবর, একনাথ শিন্ডে এবং বাকি বিধায়করা এই মুহূর্তে গুজরাতের সুরাতের একটি নামী পাঁচ তারা হোটেলে ঘাঁটি গেড়েছেন৷ সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ নাকি একটি চার্টার্ড বিমানে তাঁদের সবাইকে গুজরাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷ সবমিলিয়ে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

advertisement

আরও পড়ুন: চার দিনে ৪০ ঘণ্টা জেরাতেও রেহাই নেই, আজ ফের রাহুলকে তলব ইডি-র

সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনের ফল ঘোষণা হয়৷ দেখা যায়, বিধায়ক সংখ্যা কম থাকা সত্ত্বেও পাঁচটি আসন দখল করে বিজেপি৷ সেখানে মাত্র দু'টি করে আসন জিততে সক্ষম হয় শিব সেনা এবং এনসিপি৷ কংগ্রেস জেতে একটি আসনে৷ সংখ্যার নিরিখে কংগ্রেসের চন্দ্রকান্ত হান্ডোরের জয় নিশ্চিত হলেও তিনি হেরে যান৷  এর পরেই শাসক জোটের অন্দরে বিদ্রোহের সম্ভাবনা জোরালো হয়৷

advertisement

মহারাষ্ট্র বিধানসভায় এই মুহূর্তে বিজেপি-র ১০৬ জন বিধায়ক রয়েছেন৷ বিধান পরিষদ নির্বাচনের ফলের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কুড়িটি অতিরিক্ত ভোট পেয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে উদ্ধব সরকারের পতন ঘটাতে বিজেপি-র এগারো জন বিধায়কের সমর্থন প্রয়োজন৷ সেই ১১ জন বিধায়কই আপাতত ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় শিবসেনা নেতৃত্বের উদ্বেগ বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

বিস্তারিত আসছে...

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra government in crisis: খোঁজ নেই এক মন্ত্রী, এগারো বিধায়কের! মহারাষ্ট্রে হঠাৎ সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল