দীর্ঘ টানাপোড়েন, পট-পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব বাল ঠাকরে। উদ্ধবের সঙ্গেই শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট থেকে আরও ৬ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তবে তাদের মধ্যে ছিলেন না অজিত পওয়ার। কংগ্রেস থেকে নিতিন রাউত, বালাসাহেব থোরাট, এনসিপি থেকে ছগন ভুজবল, জয়ন্ত পাটিল এবং শিবসেনা থেকে একনাথ শিন্ডে, সুভাষ রাজারাম দেশাই শপথ নেন ৷
advertisement
শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই উদ্ধবের নেতৃত্বে বৈঠকে বসেছে নতুন মন্ত্রিসভা। সোনিয়া - রাহুলকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানাতে বুধবার রাতে ১০ নম্বর জনপথে গিয়েছিলেন উদ্ধব পুত্র আদিত্য। দুজনই যে শপথগ্রহণে থাকবেন, তা আগেই স্পষ্ট হয়েছিল। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ছিলেন কপিল সিব্বল, আহমেদ পটেল। খুড়তুতো দাদার শপথ গ্রহণে যোগ দিতে এসে পৌঁছন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও। এসেছিলেন দেবেন্দ্র ফডণবীসও।