TRENDING:

মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন জাল উবের চালকের !

Last Updated:

রবিবার দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ক্যাব বুক করেছিলেন বেসরকারি সংস্থায় কর্মরতা এক তরুণী ৷ কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছয় উবের চালক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ক্যাব বুক করেছিলেন বেসরকারি সংস্থায় কর্মরতা এক তরুণী ৷ কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছয় উবের চালক ৷ বারাখাম্বায় তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তরুণী ৷ কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ঘটনা মোড় নেয় অন্যদিকে ৷
advertisement

জনপথ রোডে ন্যাশনাল মিউজিয়ামের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই ওই তরুণী লক্ষ্য করেন চলন্ত গাড়িতেই হস্তমৈথুনে লিপ্ত গাড়ির চালক ৷ একটুও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ গাড়ির প্যানিক বোতাম টেপেন ওই তরুণী ৷ পুলিশ এসে গ্রেফতার করে ওই চালকে ৷

আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে মিছিলেই মহিলাদের দেখে গেরুয়া বসনধারীর হস্তমৈথুন!

advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শাকিন নামের ওই চালকের বাড়ি হরিয়ানায় ৷ কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন ৷ তবে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্সটি অবৈধ বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

দেশ জুড়ে চলছে ধর্ষণের ঘটনার প্রতিবাদ-বিক্ষোভ ৷ সোশ্যাল মিডিয়া থেকে শহরের রাজপথ সবর্ত্রই প্রতিবাদে সরব দেশবাসী ৷ কিন্তু বদলাচ্ছে না পরিস্থিতি ৷ আজও ধর্ষণের প্রতিবাদ মিছিলেই গেরুয়াধারী এক প্রৌঢ়র হস্তমৈথুনের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রৌঢ়র এই নক্কারজনক আচরণ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন জাল উবের চালকের !