এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ের মধ্যে যারা টিকিট কেটে ফেলেছেন, তাঁরা নিজেদের টিকিট রিশেডিউল করে নিন ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাশাপাশি আমিরশাহীর বিমানসংস্থা এমিরেটস, এতিহাদ এবং ফ্লাইদুবাইও ভারতে তাদের উড়ান বন্ধের দিন আরও এগিয়েছে ৷
করোনা পরিস্থিতিতে গত ২৪ এপ্রিল থেকেই ভারত থেকে সেদেশে বিমান চলাচল বাতিল করে সংযুক্ত আরব আমিরশাহী সরকার ৷ এমনকী আমিরশাহিতে কেউ অন্য কোনও দেশ থেকে ঢুকলে তিনি যদি ১৪ দিন আগে ভারতে থেকে থাকেন, সেই যাত্রীকেও সেদেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরশাহী সরকার ৷ তবে এ ক্ষেত্রে আমিরশাহীর নাগরিক, ডিপ্লোম্যাট এবং ইউএই গোল্ডেন ভিসা যাঁদের কাছে রয়েছে, তাঁদের ছাড় দেওয়া হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 09, 2021 1:54 PM IST
