প্রসঙ্গত, লিয়ারজেটের এই বিমানটিই বুধবার দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখমন্ত্রী অজিত পওয়ারের। আর এরপর থেকেই শিরোনামে উঠে এসেছে এই বিমানটি। যে দুর্ঘটনায় পড়লেও কেন এই বিমানটির বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করল না কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সংস্থা।
বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। বারামতীর টেবিলটপ রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে অজিত পওয়ারের চার্টাড বিমান। দলীয় নির্বাচনের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন তিনি। আর সেই রানওয়েতে নামার সময়েই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আগুন লেগে যায় গোটা বিমানে। আর সেই দুর্ঘটনার ফুটেজ সামনে এসেছে। পথের ধারের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অজিত পওয়ারের বিমানটি অবতরণের সময় হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে। দ্রুত নামার পরে মুহূর্তেই তা মাটিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
advertisement
