TRENDING:

Newborn Name Gulab: আজীবন মনে রেখে দেবে সকলে, ওড়িশায় জন্ম নিল দুটি 'গুলাব'!

Last Updated:

ওড়িশার গঞ্জম গ্রামের দুই নতুন মা তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখলেন 'গুলাব' (Newborn Name Gulab)। (Cyclone Gulab)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঞ্জম: ইতিমধ্যেই ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) তার তাণ্ডব শুরু করেছে ওড়িশার একাধিক এলাকায়। তারই মধ্যে নব প্রাণের জন্মকে স্মরণীয় করে তুলতে হিড়িক পড়ল গ্রামে। ওড়িশার গঞ্জম গ্রামের দুই নতুন মা তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখলেন 'গুলাব' (Newborn Name Gulab)। ওই এলাকায় গুলাবের দাপটে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ধস (Cyclone Gulab)। কিন্তু তারই মাঝে এমন দিনকে আরও স্মরণীয় করে তোলার জন্য নিজেদের সন্তানের নাম রাখলেন (Newborn Name Gulab) সেই তাণ্ডব চালানোর ঘূর্ণিঝড়ের নাম গুলােবই। এর আগেও এমন ঝড়ের নামে সন্তানদের নামকরণের ঘটনা শোনা গিয়েছে। এমনকী করোনার নামেও সন্তানদের নাম রাখার নজির তৈরি হয়েছে এই দেশে।
আজীবন মনে রেখে দেবে সকলে, ওড়িশায় জন্ম নিল দুটি 'গুলাব'! (প্রতীকী ছবি)
আজীবন মনে রেখে দেবে সকলে, ওড়িশায় জন্ম নিল দুটি 'গুলাব'! (প্রতীকী ছবি)
advertisement

রবিবার প্রতিবেশী রাজ্য অন্ধপ্রদেশে ততক্ষণে তাণ্ডব শুরু করে পেলেছে সাইক্লোন গুলাব। সেই সময়ই ওড়িশার দুটি সরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছে কুনি রাইত ও নন্দিনী সবর নামের দুই মহিলা। দুই নতুন মায়ের কাছেই হাসপাতালের নার্সরা তাঁদের সদ্য ভূমিষ্ঠ মেয়েদের নাম 'গুলাব' রাখার অনুরোধ করেন (Newborn Name Gulab)। সেই মতো তাঁরাও এই নামই বেছে নেন। নন্দিনীর কথায়, 'আমি খুশি যে এমন একটা দিনে আমার সন্তান এই পৃথিবীতে এল, যে দিনটাকে সবাই মনে রাখবেন'।

advertisement

সোরাদাপল্লি গ্রামের বাসিন্দা সবর সুমন্ডলা কমিউনিটি হেলথ সেন্টারে কন্যাসন্তানের জন্ম দেন রবিবার। তাঁর দাবি, হাসপাতালের কর্মীরাই তাঁকে মেয়ের নাম 'গুলাব' রাখার কথা বলেন, যাতে সকলেই এই দিনটিকে মনে রাখে। অন্যদিকে, আংকুলি পঞ্চায়েতের বাসিন্দা কুনি রাইত পত্রপুর কমিউনিটি হাসপাতালের মেয়ের জন্ম দেন। তিনি নিজেই মেয়ের নাম গুলাব রাখবেন ঠিক করেছেন। হাসপাতালের এক নার্স এই গুলাব নাম রাখার অনুরোধ করতেই তিনি সেই কথায় রাজি হয়ে যান। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে ৬টা পর্যন্ত এলাকায় প্রায় ২৪১ জন প্রেগন্যান্ট মহিলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

advertisement

আরও পড়ুন: ঘনিয়ে আসছে গুলাব, বাংলার উপকূলে চূড়ান্ত সতর্কতা! যা হতে চলেছে...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। মুখে মুখে ফিরছে এই ঘূর্ণিঝড়ের নাম গুলাব (Cyclone Gulab)। কেন এমন নাম, কারা এই নাম দিল? তথ্য বলছে এই ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। ঠিক যেমন এর আগের সাইক্লোন ইয়াসের নাম দিয়েছিল ওমান দেশটি। এমনকী ঠিক হয়ে গিয়েছে পরবর্তী সাইক্লোনের নামও। জানা যাচ্ছে এরপরের সাইক্লোনটির নামকরণের দায়িত্ব কাতারের। সাইক্লোন টির নাম হবে শাহিন। এর আগে সাইক্লোন বুলবুলের নামটি পাকিস্তান দিয়েছিল। ইউনাইটেড নেশান অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক এবং ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশানের তরফে ক্রান্তীয় অঞ্চলের ঝড়ের নাম ঠিক করা হয়। এসক্যাপের সদস্য ১৩টি দেশ পালা করে এই ঝড়ের নাম রাখে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Newborn Name Gulab: আজীবন মনে রেখে দেবে সকলে, ওড়িশায় জন্ম নিল দুটি 'গুলাব'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল