জানা গিয়েছে, রেলওয়ে স্টেশনে পুলিশ দুই মহিলাকে আটক করার জন্য উপস্থিত ছিল ৷ তাদের কাছে গোপনসূত্রে খবর ছিল যে দু’জন মহিলার কাছে অনেকটা পরিমাণ গোমাংস রয়েছে ৷ তারা সেটি বিক্রি করতে যাচ্ছে ৷ পুলিশ তাদের আটক করার পর উন্মত্ত জনতা তাদের দু’জনকে চড়, ঘুষি মারতে শুরু করে ৷ ভিডিওতে উন্মত্ত জনতাকে ‘গো মাতা কি জয়’ স্লোগান বলতে শোনা যায় ৷ প্রায় আধ ঘণ্টা ধরে দু’জনকে মারধর করা হয় ৷ এরপর পুলিশ তাদের উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, এই দুই মহিলার কাছ থেকে প্রায় ৩০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে ৷ এরপর ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হল ডাক্তার জানান মাংসটি গোরুর নয় মোষের মাংস ৷ তবে অভিযুক্ত মহিলাদের কাছে মাংস বিক্রি করার অনুমতি না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
তবে আক্রমণকারী ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে ৷
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘কোন ক্ষেত্রেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না ৷ ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ ’