TRENDING:

বিশাখাপত্তনমের দুই ইয়ারি কথা! লকডাউনে গিয়েছিল চাকরি, তারপর...

Last Updated:

তাঁরা ১ লক্ষ টাকা দিয়ে তারপরে সেই ব্যবসার টাকা ক্রমশ বেড়েছে৷ এখন তাঁরা তাঁদের কাজ থেকে লাভজনক স্কেলে উৎপাদন করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোভিড ১৯ লকডাউন হয়েছিল ২০২০ সালে৷ সেই লকডাউনের দরুণ বহু মানুষ নিজেদের কাজ হারিয়েছিলেন৷  বহ মানুষ নিজেদের জায়গা ছেড়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে পরিবার প্রতিপালন করতেন তাঁরা নিজেদের পরিবার নিয়ে ফের নিজেদের গ্রামে ফিরেছিলেন৷ কারণ শহরে জীবনধারণের জন্য যে বিশাল পরিমাণ খরচ করার কথা তা তারা চালাতে পারছিলেন না৷ প্রচুর মানুষ এই সময়ে নিজের কাজ শুরু করেন৷ অন্তপ্রেনাররা নিজেদের মতো করে প্রচুর নিজেদের কাজ শুরু করেন৷ তেমনিই বিশাখাপত্তনমের দুই বন্ধু  নিজেদের ব্যবসা করতে শুরু করেন৷ নিজেদের আগের কাজ হারিয়ে এসেছিলেন এই দু জন৷
দুই বন্ধুর নতুন ব্যবসা
দুই বন্ধুর নতুন ব্যবসা
advertisement

বিশাখাপত্তনমের নরসিং এবং নাক্কা রাজু কোথাকোটার তাঁদের শিল্পকলাকেই ব্যবসায় রূপ দেন৷ নরসিং ক্লাস ৭ অবধি পড়াশুনো করেছিল আর নাক্কা রাজু ক্লাস ১০ অবধি পড়াশুনো করেছেন৷ পাশাপাশি তাঁরা প্লাস্টার অফ প্যারিসের কাজও জানতেন৷ তাঁরা বিশাখাপত্তনমে একজনের অধীনে এই প্লাস্টার প্যারিসের কাজ করতেন৷ সেখানে কাজ চলে যায় তাঁদের৷ তারপরে তাঁরা নিজেদের নতুন কাজের কথা ভাবতে শুরু করেন৷ তাঁদের যে সামাণ্য পুঁজি ছিল তা নিয়ে দোন্ডাপুদি গ্রামে একটা জায়গায় বিনিয়োগ করেন৷

advertisement

আরও পড়ুন -  Panchang 25 March: কাল আপনার একটা বড় কাজ রয়েছে, দেখে নিন শুভ মুহূর্ত আর রাহুকাল কখন

তাঁরা চেয়ার -টেবল বানানো শুরু করেন৷ সেটাও একেবারে অভিনব , তাঁরা বিভিন্ন ফলের শেপে সেগুলো বানাতে শুরু করেন৷ এভাবেই তাঁরা গ্রাহকের চাহিদা মতো তাঁদের বলে দেওয়া পছন্দ করা শেপে বানিয়ে দিত চেয়ার -টেবল৷ কোনওটা চিতাবাঘ, কোনওটা নৃত্য শিল্পী, এমনকি শ্রী কৃষ্ণ ও শ্রী বিষ্ণুর আকৃতিতেও৷

advertisement

আরও পড়ুন -  Hooghly News: সাম্মানিকে তো সংসার চলে না, সততার সঙ্গে চা -চপ বিক্রি করেন ‘এই’ পঞ্চায়েত প্রধান

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুরুর দিকে খুব অল্প পয়সায় তাঁরা নিজেদের সামগ্রী সাপ্লাই করতেন৷  এই সময়ে তাঁরা নিজেদের স্কিলকে আরও জোরদার করার কাজ করছিলেন৷ তাঁদের কাজ নিয়ে গ্রাহকরা খুবই খুশি হয়ে যান৷ তাঁদের নামে নামে প্রচার ছড়িয়ে পড়ে৷ নিউজ ১৮ কন্নড়কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁরা ১ লক্ষ টাকা দিয়ে তারপরে সেই ব্যবসার টাকা ক্রমশ বেড়েছে৷ এখন তাঁরা তাঁদের কাজ থেকে লাভজনক স্কেলে উৎপাদন করছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিশাখাপত্তনমের দুই ইয়ারি কথা! লকডাউনে গিয়েছিল চাকরি, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল