TRENDING:

উত্তরপ্রদেশে গ্রেফতার ২ সন্দেহভাজন জইশ জঙ্গি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: পুলওয়ামা হামলার ১ সপ্তাহ পরেই উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে ২ সন্দেহভাজন জইশ-ই- মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে জঙ্গি দমন শাখা বা এটিএস। দু'জন ধৃতের নাম শাহনওয়াজ আহমেদ ও আকিব আহমেদ মালিক। কাশ্মীরের কুলগামের বাসিন্দা শাহনওয়াজ ও পুলওয়ামার বাসিন্দা আকিব।
advertisement

advertisement

অসীম অরুণের নেতৃত্বে এই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড । অভিযোগ, ছাত্রের ছদ্মবেশে জইশ জঙ্গি গোষ্ঠীতে নিয়োগের দায়িত্বে ছিল ধৃতরা । এছাড়াও, ধৃতদের কাছে মিলেছে বেশ কিছু নথি ও .৩২ বোর পিস্তল ও কার্তুজ, জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ওপি সিং। এছাড়াও, আরও ১২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ । তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এছাড়াও বেশ কিছু উস্কানিমূলক প্রচারপত্র, ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে। এইমুহূর্তে দু'জনকেই জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশ। কাশ্মীর পুলিশের সাহায্যেই এই তল্লাশি অভিযান চালিয়েছে এটিএস, জানিয়েছেন ওপি সিং ।

বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে গ্রেফতার ২ সন্দেহভাজন জইশ জঙ্গি