সেই অনুযায়ী, ট্রেন নং. ০৮৩৫১ (সম্বলপুর-গুয়াহাটি) স্পেশ্যাল ২২ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ১৮:৫০ ঘণ্টায় সম্বলপুর থেকে রওনা দিয়ে বুধবার ০১:২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৮৩৫২ (গুয়াহাটি-সম্বলপুর) স্পেশ্যাল ২৪ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার ০৮:০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:১৫ ঘণ্টায় সম্বলপুর পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, ভট্টনগর, খড়গপুর, বালাসোর, কাপিলাস রোড, আঙ্গুল, কেরেজাঙ্গা ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
পাশাপাশি, ট্রেন নং. ০৪৬৮০ (শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা-গুয়াহাটি) স্পেশাল ২৬ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ২১:৩০ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা থেকে রওনা দিয়ে রবিবার ১৯:১০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪৬৭৯ (গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) স্পেশ্যাল ২৯ এপ্রিল থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ২৩:২০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে বুধবার ২০:৪৫ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, বারাউনী, হাজিপুর, গোরখপুর, গোন্ডা, বেরেইলি, সাহরানপুর, আম্বালা ক্যান্ট., লুধিয়ানা, পাঠানকোট ক্যান্ট., জম্মু তাওয়াই ইত্যাদি হয়ে চলাচল করবে।
আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসুরু-মুজাফফরপুর-মাইসুরু) মাইসুরু থেকে প্রতি সোমবার (১৫ এপ্রিল, ২০২৪ থেকে) এবং মুজাফফরপুর থেকে প্রতি বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪ থেকে) ০৮টি করে ট্রিপের জন্য মাইসুরু এবং মুজাফফরপুরের মধ্যে পরিচালনা করা হচ্ছে৷ উভয় পথের যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি জোলারপেট্টাই, বিজয়ওয়াড়া জং, পলাসা, মালদা টাউন, কুমেদপুর, কাটিহার, বারাউনি জং. ইত্যাদি হয়ে চলাচল করবে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।