সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি আম্রপালি প্লাটিনাম নামে একটি আবাসনের বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল সাদা রংয়ের এই সুইফট গাড়িটি৷ ঘটনার খবর পেয়েই আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন৷ যদিও দমকলকর্মীরা আগুন নেভানোর আগেই গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়৷
আরও পড়ুন: অসুস্থ শয়ে শয়ে শিশু, করোনার মতোই বিপদ ডেকে আনবে চিনের নতুন ভাইরাস?
advertisement
আগুন নেভানোর পরই গাড়ির ভিতর থেকে দুই পুরুষ আরোহীর দগ্ধ দেহ উদ্ধার হয়৷ গাড়িটিতে গাজিয়াবাদের রেজিস্ট্রেশন নম্বর ছিল৷ যদিও মৃত দু জনের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভোর ৬.০৮ মিনিটে গাড়িকে ঘটনাস্থলে দেখা যায়৷ ৬.১১ মিনিটে আচমকাই নিজে থেকে গাড়িটিতে আগুন লেগে যায়৷ সেই সময় গাড়ির আশেপাশেও কাউকে দেখা যায়নি৷ মৃতদের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি কীভাবে গাড়িতে আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা৷