TRENDING:

কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০

Last Updated:

পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাশ্মীর: গোটা দেশের মতো লকডাউনে কাশ্মীরেও জনজীবন স্তব্ধ৷ কিন্তু তাতে কাশ্মীরে জঙ্গি হানায় বিরাম নেই৷ এ দিনও দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিদের তুমুল গুলির লড়াই শুরু হয়৷ ইতিমধ্যেই দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷
advertisement

পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷ এই খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ নিরাপত্তাবাহিনীর পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয়৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে কাশ্মীর উপত্যকায় এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে ৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে৷ তার মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসেই ২৮জন জঙ্গি নিহত হয়৷ গত বছর কাশ্মীর উপত্যকায় মোট ১৫২ জন জঙ্গিকে নিকেশ করেছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল