TRENDING:

প্রিন্সিপালের ৬০ বছরের স্বামীর লালসার শিকার! একই স্কুলের ২ নাবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোরাপুট: একই সঙ্গে স্কুলের ২ নাবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা! ২ ছাত্রীই একই ব্যক্তির যৌন লালসার শিকার ৷ সেই ব্যক্তি আর কেউ নয়, খোদ স্কুলের প্রিন্সিপালের স্বামী!
advertisement

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়ার অভিযোগ উঠেছিল আগেই ৷ জানা যায়, ওই ছাত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা ৷ ফের জানা গেল, ওই একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীও অন্তঃসত্ত্বা ৷ ওড়িশার কোরাপুটের আবাসিক স্কুলে রক্ষকই ভক্ষক ৷

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলের প্রিন্সিপালের ৬০ বছরের বৃদ্ধ স্বামী লাগাতার ওই দুই ছাত্রীকে ধর্ষণ করত ৷ ফলে অন্তঃসত্ত্বা হয়ে পরে ওই দুই ছাত্রী ৷ লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা দশম শ্রণির ছাত্রীটি ৭ মাসের অন্তঃসত্ত্বা ৷ খবর জানাজানি হতেই প্রধান শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে অভিযোগের কথা প্রকাশ্যে আসে। তাকে গ্রেফতার করে আদালতে পেশও করা হয়েছে। স্কুলেরই স্টাফ কোয়ার্টারে স্ত্রী-র সঙ্গে থাকে সে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ,নারকেল চাষেই মালামাল
আরও দেখুন

জেপোরের SDPO বরুণ গুন্টুপল্লি জানিয়েছেন, নিজের কোয়ার্টারে নিয়মিত ওই ছাত্রীকে ডেকে পাঠিয়ে অত্যাচার চালাত অভিযুক্ত। এমনকী, গরমের ছুটির সময়ও বাবা-মায়ের থেকে অনুমতি নিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে এসে সে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। কারও কাছে এ বিষয়ে মুখ খুললে কঠিন ফল ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছিল সে। অভিযুক্তের স্ত্রী এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রিন্সিপালের ৬০ বছরের স্বামীর লালসার শিকার! একই স্কুলের ২ নাবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা