ভিডিওটি পোস্ট করে তৃতীয় লিঙ্গের অধিকারের লড়াইয়ের কর্মী গ্রেসি লিখেছেন, 'দুই রূপান্তরকামী নারীকে আক্রমণ করেছে এই গুণ্ডারা। আওয়াজ তুলুন।' সেই পোস্টেই রাজ্য পুলিশকে উল্লেখ করেছেন তিনি।
ভিডিওয়ে দেখা যাচ্ছে, দুই রূপান্তরকামী নারীর উপর অত্যাচার চালাচ্ছে এক যুবক। ভিডিও করছে অন্য জন। এক রূপান্তরকামীর চুল কেটে দিচ্ছে ব্লেড দিয়ে। অন্য জনের চুল আগেই কেটে রাখা হয়েছে। একইসঙ্গে এক রূপান্তরকামীর চোখ মুখ ফুলে গিয়েছে মারধরের জেরে। দু'জনেই প্রতিবাদ করতে না পেরে কেঁদে চলেছেন। যে যুবক চুল কাটছিল, তার মুখে আনন্দের ছাপ। উল্লাসধ্বনি তুলে সেখান থেকে বেরিয়ে যায় সে।
advertisement
ভিডিও অনলাইনে প্রকাশের পর বৃহস্পতিবার কালুগুমালাই পুলিশ কর্তৃক ইয়োভা বুবান এবং বিজয় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: গাছে ঝুলন্ত দেহ মিলল আদিবাসী ছাত্রীর, দুমকায় তিন মাসে ৪ কিশোরীর মৃত্যু!
সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর। দুই রূপান্তরকামী নারী থুথুকুডির কোভিলপট্টি যাচ্ছিলেন। তখনই তাঁদের অপহরণ করে ইয়োভা বুবান ও বিজয়। এছাড়াও, নির্যাতিতাদের শহর ছাড়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁরা কাউকে কিছু না বলে শহর ছেড়ে চলে গিয়েছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
সূত্রের খবর, অভিযুক্তরা ওই দুই রূপান্তরকামী নারীকে যৌনবৃত্তিতে বাধ্য করছিল। একইসঙ্গে তাদের যৌন চাহিদার মেটানোর জন্য জোরাজুরিও করে। অভিযুক্তদের চাহিদা না মেটানোয় তাঁরা হয়রানির শিকার হন বলে দাবি সূত্রের। এও জানা গিয়েছে, অভিযুক্তরা ঘটনার ভিডিও শেয়ার করে অন্যান্য রূপান্তরকামীদের হুমকি দিয়েছে, তারা যদি যৌন চাহিদা না মেটান, তাঁদেরও একই পরিণতির হবে।