শুক্রবার ভারতে ৪৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই নিয়ে লাগাতার দু’দিন এতজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর সঙ্গে দেশে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ১৩.৩৭ লক্ষ ৷ এর মধ্যে ৪.৫৫ লক্ষ অ্যাক্টিভ কেস রয়েছে ৷ প্রায় ৮.৫০ লক্ষ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৷ মৃত্যু হয়েছে প্রায় ৩১৪০০ জনের ৷ কোভিড-১৯ ইন্ডিয়া অনুযায়ী, ভারতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ৷ মহারাষ্ট্রে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছে ৯৬১৫ জন ৷ অন্ধ্রপ্রদেশে ৮১৪৭ ৷ শুক্রবার এই দুই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৭৭৬২ ৷ এই দুই রাজ্যে প্রতিদিন প্রায় ১৬ থেকে ১৭ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা প্রায় গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যার কাছাকাছি ৷ ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বুধবার ইউরোপে আক্রান্ত হয়েছে ১৫৬৪০, বৃহস্পতিবার ১৭২৩৩ ও শুক্রবার ১৬১৭৫ জন ৷ গত ৩ দিনে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ইউরোপের থেকে বেশি ৷
advertisement
ইউরোপে বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের, বৃহস্পতিবার ৩৫৭ ও শুক্রবার ৪০৫ জনের ৷ এপ্রিল-মে মাসে ইউরোপে প্রতিদিন মৃত্যু হচ্ছিল প্রায় ১০০০ জনের ৷ তবে আস্তে আস্তে মৃতের সংখ্যার হার কমছে ৷ ভারতে প্রতিদিন প্রায় ৭০০ জনের মৃত্যু হচ্ছে যার মধ্যে অর্ধেক কেবল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই তিন রাজ্যে ৷
ইউরোপে এপ্রিল-মে মাসে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷ এর জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ জনের মৃত্যু হয়েছে ৷