TRENDING:

ক্লাসে বসেই ঠান্ডা পানীয়ের বোতলে মেশানো মদে চুমুক! সাসপেন্ড নবম শ্রেণির দুই ছাত্রী

Last Updated:

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলে ৷ স্কুল সূত্রে খবর, নবম শ্রেণির ওই দুই ছাত্রী আগেও মাদক খাওয়ার জন্য ধরা পড়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অন্ধ্রপ্রদেশ: ক্লাসের মধ্যে হঠাৎই অ্যালকোহলের গন্ধ ৷ ব্যপারটা সুবিধার ঠেকছে না ৷ একটু খোঁজ নিয়েই শিক্ষকরা দেখতে পেলেন দুই ছাত্রীর কাণ্ড ৷
advertisement

লুকিয়ে লুকিয়ে ঠান্ডা পানীয়ের বোতলে চুমুক দিচ্ছে তারা ৷ সেই বোতলে পানীয়ের সঙ্গে মেশানো রয়েছে মদ ৷ ক্লাসের মধ্যেই নেশা করছে তারা ৷ তাদের ব্যবহারও অসংলগ্ন ছিল ৷ হাতেনাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল থেকে বরখাস্ত করা হয় দুই ছাত্রীকে ৷

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলে ৷ স্কুল সূত্রে খবর, নবম শ্রেণির ওই দুই ছাত্রী আগেও মাদক খাওয়ার জন্য ধরা পড়েছিল ৷ ওই দুই ছাত্রীর বাবাই মাদকাসক্ত ৷ ফলে বাড়িতে প্রায়ই মদ্যপান করে তারা ৷ এখন এমনই নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, যে স্কুলেও মদ নিয়ে এসেছে দুই ছাত্রী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপরেই দুই থাক্রীর অভিভাবকদের ডেকে পাঠান স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার ৷ আগে সাবধান করার পরেও একই কাজ করায় ওই ছাত্রী যুগলকে বরখাস্ত করা হয় ৷ অন্যান্য শীক্ষার্থীদের উপরে কুপ্রভাব পড়তে পারে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে স্কুলের তরফে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ক্লাসে বসেই ঠান্ডা পানীয়ের বোতলে মেশানো মদে চুমুক! সাসপেন্ড নবম শ্রেণির দুই ছাত্রী