জানা গিয়েছে, এদিন ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল ৷ স্ক্রিপ্ট অনুযায়ী, হেলিকপ্টারে মারামারি চলছিল নায়ক ও দুই খলনায়কের ৷ হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় নায়ক ৷ তাকে পিছন পিছন ঝআঁপ দেয় খলনায়করাও ৷ স্টান্ট করতে গিয়ে ১০০ ফুট উপর হেলিকপ্টর থেকে ঝাঁপ দেন নায়ক বিজয়, উদয় ও অনিল ৷ উদয় ও অনিল সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন ৷ নায়ক বিজয় সাঁতরে পাড়ে চলে আসেন ৷ কিন্তু রহস্যজনকভাবে উদয় ও অনিল তলিয়ে যান ৷ ক্যামেরায় ধরা পড়েছে তলিয়ে যাওয়ার ছবি ৷ তার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
এরপর থেকেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ ৷ কিন্তু, তার আগেই দুজনে তলিয়ে যান। উপযুক্ত নিরাপত্তা ছিল না বলে অভিযোগ জানানো হয়েছে ৷ কাছাকাছি ছিল না কোনও মোটর বোটও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2016 7:37 PM IST