TRENDING:

Bullet Train: বুলেট ট্রেনের স্বপ্নে বুঁদ দেশ, ওদিকে লাইন পাতার আগেই চুরি গেল নির্মাণ সামগ্রী!

Last Updated:

ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারির নাসিলপুর গ্রামে৷ মোট সাড়ে ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: বুলেট ট্রেনের চাকা গড়াতে এখনও অনেক দেরিষ মুম্বই- আহমেদাবাদ রুটে ট্রেন চালানোর জন্য কাজ শুরু হয়েছে৷ কিন্তু সেই প্রকল্পের কাজের জন্য মজুত করে রাখা নির্মাণ সামগ্রীই চুরি হয়ে গেল৷ তবে দুই চোরকেই অবশ্য গ্রেফতার করেছে পুলিশ৷
বুলেট ট্রেনের লাইন পাতার আগেই চুরি৷
বুলেট ট্রেনের লাইন পাতার আগেই চুরি৷
advertisement

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারির নাসিলপুর গ্রামে৷ মোট সাড়ে ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷ বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণকাজের জন্যই ওই নির্মাণ সামগ্রী গ্রামে এনে রাখা হয়েছিল৷

আরও পড়ুন: ভারতের মাটিতে চালানোই যাবে না বুলেট ট্রেন, দাবি নুসরত- সুদীপের! মানতে নারাজ রেলমন্ত্রী

advertisement

গত ২৩ মার্চ থেকেই ওই এলাকা থেকে লোহার প্লেট, রড, স্টিলের প্লেট সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী চুরি হচ্ছিল৷ প্রকল্পের কাজে যুক্ত এক শ্রমিক কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ওই এলাকায় টেম্পো এবং গাড়িতে দেখতে পান৷ ওই প্রকল্প এলাকা থেকে লোহার চ্যানেল এবং টিএমটি রড টেম্পোয় তুলে চুরির চেষ্টা করছিল ওই দুষ্কৃতীরা৷ কিন্তু প্রকল্প এলাকায় থাকা ওই শ্রমিককে দেখতে পেয়েই তারা টেম্পো ফেলে গাড়িতে করে পালায়৷

advertisement

আরও পড়ুন: বিরাট খবর! ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ! যা জানালেন স্বয়ং রেলমন্ত্রী...

এর পরেই নভসরি গ্রামীণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই মুসা রাওয়াত এবং ইমরান শেখ নামে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ দু' জনেই নাসিলপুর গ্রামের বাসিন্দা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নভসরির ডিএসপি এস কে রাই বলেন, 'দু' জন চোরকে গ্রেফতার করা হয়েছে এবং তৃতীয় জনের খোঁজ চলছে৷ চুরি যাওয়া নির্মাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে৷' তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ১২ দিনে প্রায় ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bullet Train: বুলেট ট্রেনের স্বপ্নে বুঁদ দেশ, ওদিকে লাইন পাতার আগেই চুরি গেল নির্মাণ সামগ্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল