TRENDING:

ISIS যোগে ১.২৫ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার

Last Updated:

জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রায় ১.২৫ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার ৷ শুক্রবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে ট্যুইটারের তরফে জানানো হয়েছে যে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যোগ থাকার কারণে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছে ৷ একই সঙ্গে স্পষ্ট বার্তা দিল ট্যুইটার যে, তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে কোনওরকম সন্ত্রাসবাদ ছড়ানো যাবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সানফ্রান্সিসকো: জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রায় ১.২৫ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার ৷ শুক্রবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে ট্যুইটারের তরফে জানানো হয়েছে যে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যোগ থাকার কারণে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছে ৷ একই সঙ্গে স্পষ্ট বার্তা দিল ট্যুইটার যে, তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে কোনওরকম সন্ত্রাসবাদ ছড়ানো যাবে না ৷
advertisement

সারা বিশ্বে ট্যুইটারের গ্রাহক সংখ্যা প্রায় ৫০ কোটিরও বেশি ৷ ইসলামিক স্টেট প্রায় ৩০০ মিলিয়ন সাইটকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদের বার্তা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেয় এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেই কাজে লাগিয়েই নতুন জঙ্গি নিয়োগ করে ৷ ওয়াশিংটন ডিসি-র থিঙ্কট্যাঙ্ক বুকিংস ইনস্টিটিউশনের হিসেবে ২০১৪ সালে আইসিসের প্রায় ৪৬ হাজার সক্রিয় ট্যুইটার অ্যাকাউন্ট ছিল ৷ গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে বিভিন্ন দেশের প্রশাসন ৷ আইসিস এবং বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীগুলির প্রচার বন্ধ করতে ট্যুইটারকে চাপ দিয়েছিল মার্কিন প্রশাসন ও বিভিন্ন দেশের প্রশাসনসহ সাধারণ মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
ISIS যোগে ১.২৫ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার