তাদের সমীক্ষার ফলাফল কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন এএসআই আধিকারিকরা। সুরক্ষিত সৌধ বা প্রোটেক্টেড মনুমেন্ট-এর তালিকায় তুঙ্গনাথ মন্দিরকে অন্তর্ভুক্ত করার জন্যেও সরকারের কাছে আর্জি জানিয়েছে এএসআই। সংস্থার আর্জিতে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। তুঙ্গনাথ মন্দিরকে সুরক্ষিত সৌধের তালিকায় অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
advertisement
এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবে এএসআই। দেখা হবে যাতে ক্ষতি সারিয়ে তোলা যায় দ্রুত। পাশাপাশি মন্দির খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর বিশদ কর্মকাণ্ড শুরু হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। পুরো এলাকার ভূখণ্ড বসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। যদি তুঙ্গনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন এএসআই আধিকারিকরা।
এখন একটি স্কেল বা মাপদণ্ড বসানো হয়েছে। তার মাধ্যমে পরিমাপ করা হচ্ছে প্রাচীন এই মন্দির ঠিক কতটা হেলে গিয়েছে। এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বদ্রী কেদার টেম্পল কমিটিকেও। এই কমিটির তত্ত্বাবধানেই বর্তমানে রয়েছে তুঙ্গনাথ মন্দির।