আগামী কালকের রাজভবন অভিযানকে সামনে রেখে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সিপাহীজলা সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের কারণে সোনামুড়া তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনি পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেছেন তারা। সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
advertisement
আরও পড়ুন: ডার্বি জ্বরে কাঁপছে শহর, সেলেবরা কে কার দলে? উন্মাদনার কাউন্টডাউন শুরু
পাশাপাশি, অংশ নিয়েছিলেন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা। গোটা দেশের মতো ত্রিপুরা রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এমনটাই বক্তব্য ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দদের। সাড়ে চার বছরে রাজ্য সরকার মানুষের সঠিক এবং সুষ্ঠ পরিষেবা দিয়ে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির! বাজারের 'খেলাতে' টানটান উত্তেজনা
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেছেন, 'আজকে সোনামুড়াতে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে একটা প্রতিবাদী মিছিল করেছি। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৯ অগাস্ট রাজভবন ঘেরাও রয়েছে এবং আমার বিশ্বাস যে ত্রিপুরার গোটা যুব সমাজ এই অভিযানে যোগদান করবেন কারণ জনসাধারণের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটাও বাস্তবায়ন করতে পারেনি, এছাড়াও গ্যাস, পেট্রোল- ডিজেল যেভাবে দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।'
তৃণমূলের অভিযোগ, রাজ্যের একাধিক জায়গায় আইন শৃঙ্খলা নিয়ে বহু অভিযোগ এসেছে। যদি কোনও অভিযোগের সুরাহা হয় না। রাজীব বন্দোপাধ্যায়ের অভিযোগ, 'মানুষ দ্রব্য মূল্যের কারণে নাজেহাল হয়ে পড়েছে। যদিও তার সুরাহা হয়নি। তাই আমরা পথে নামছি।'