তৃণমূল কংগ্রেস জানাচ্ছে, এসএফআই, এবিভিপি এবং অন্যান্য সংগঠন থেকে আসা মোট ৩৫ জন, সাংসদ সুস্মিতা দেব, রাজ্য যুব কমিটির সভাপতি সান্তনু সাহা, সহ-সভাপতি নীল কমল সাহার উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি এবং তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা বলেছেন, "আজকে প্রথম আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মিটিং হল। গত সাড়ে চার বছরে স্কুল ছাত্ররা অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছে, শিক্ষক নিয়োগ নেই, অনেক জায়গায় উপরের ক্লাস ফাইভের ছেলেদের, প্রথম বা দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের পড়াতে দেখা গিয়েছে। এটা খুবই লজ্জার বিষয়, এই ব্যাপারটা কী ভাবে আন্দোলনের মাধ্যমে সমাধান করা যায় এবং ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার থেকে বের করে নিয়ে আসা যায় তার চেষ্টা চলছে।"
advertisement
আরও পড়ুনঃ 'ডাক্তারবাবু ভয় পেয়েছেন, ইডি যদি তাঁর বাড়িতেও যায়!' সুকান্তকেই নিশানা দিলীপের
এ প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ হিসেবে নীল কমল সাহাকে নিযুক্ত করা হল। আমরা ছাত্র পরিষদ গঠন করে, ছাত্রদের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আন্দোলনে নামব। ত্রিপুরার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাগুলো চিহ্নিত করে একটা ভিশন ডকুমেন্ট তৈরি করতে হবে। আমরা যখন ত্রিপুরার শিক্ষার দিকে নজর রাখি দেখা যায় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে। গতকাল টেট শিক্ষকদের হতাশাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ওরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করেছে। ওদের প্রত্যেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। আমরা ভিশন ডকুমেন্ট তৈরি করব। আমার বিশ্বাস শিক্ষা এই রাজ্যের ভবিষ্যত।"
ABIR GHOSHAL