Dilip Ghosh attacks Sukanta Majumdar: 'ডাক্তারবাবু ভয় পেয়েছেন, ইডি যদি তাঁর বাড়িতেও যায়!' দিলীপের নিশানায় কে, জোর চর্চা

Last Updated:

রাজ্যে সারদা, নারদা সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সিবিআই তদন্ত নিয়ে  সরব হন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষ।

দিলীপ- সুকান্ত কথার লড়াই৷
দিলীপ- সুকান্ত কথার লড়াই৷
#কলকাতা: দিল্লিতে ডেকে দলের রাজ্য নেতাদের বার বার নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন বিজেপি-র শীর্ষ নেতারা৷ কিন্তু বঙ্গ বিজেপি-র রোগ যে সারেনি, তা ফের প্রমাণ হল৷ দলের অস্বস্তি বাড়িয়ে এবার প্রকাশ্যে চলে এলে দলের প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতির মতবিরোধ৷
সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ জবাব বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন ছিল, 'সিবিআই কীভাবে কাজ করে দিলীপদা কী করে জানলেন?' এ দিন পাল্টা জবাব দিতে গিয়ে সুকান্তর নাম না করেই দিলীপ ঘোষ বলেন, 'ডাক্তারবাবু ভয় পেয়েছেন। কুকুর (ইডি) যদি তার বাড়িতেও পৌছে যায়!'
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যে সারদা, নারদা সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সিবিআই তদন্ত নিয়ে  সরব হন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষ। রবিবার শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের মঞ্চে দিলীপ ঘোষের মন্তব্য ছিল,  'সিবিআই গত কয়েক বছর ধরে এখানে 'সেটিং' করছিল। অর্থ মন্ত্রক সবকিছু বুঝেই ইডি-কে বাংলায় পাঠিয়েছে। সেটিং যারা করেছে এখন তাঁরা বলছে, 'ইডি কেন?' কারণ এই কুকুরটা পোষ মানবে না, বড় কুকুরকে কামড়াবে।'
advertisement
সিবিআই নিয়ে খোদ দলের সর্বভারতীয় সহ সভাপতির এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব৷ দিলীপ ঘোষের এই মন্তব্যে যে তাঁর এবং দলের সমর্থন নেই, বুঝিয়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, ''দিলীপদা কোথা থেকে বললেন আমাদের জানা নেই। কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে এটা কোনও রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব নয়। যদি কেউ মন্ত্রী হন তাহলে তাঁর পক্ষে জানা সম্ভব৷ আমাদের কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই।'
advertisement
এ দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ৷ সেখানেই সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ জবাবে নিজের অবস্থানে অনড় থেকেই সুকান্তর নাম না নিয়ে দিলীপের ইঙ্গিতবাহী মন্তব্য, 'কে জানত অনুব্রতর এত টাকা। সিবিআইকে বিশ্বাস করেছিলাম। ভোট পরবর্তী হিংসায় আমার এত কর্মী মারা গিয়েছেন, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল। এফআইআরও হয়নি সেভাবে। আমরা ন্যায় পাইনি। আমি সভাপতি থাকার সময় সিবিআই অফিস ঘেরাও করেছিলাম। ইডি ভাল কাজ করেছে। কুকুর বলেছি, কারণ কুকুর বিশ্বস্ত।' এর পরেই ইঙ্গিতপূর্ম ভাবে দিলীপ ঘোষ বলেন, 'ডাক্তারবাবু ভয় পেয়েছেন। কুকুর যদি তাঁর বাড়িতেও পৌছে যায়।' পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদারের ডক্টরেট উপাধি রয়েছে৷ ফলে ডাক্তারবাবু বলে দিলীপ নাম না করে তাঁকেই নিশানা করেছেন কি না, সেই প্রশ্ন উঠছে৷ আবার তৃণমূল সাংসদ পেশায় চিকিৎসক শান্তনু সেনকেও নিশানা করতে পারেন তিনি৷
advertisement
দিলীপের এই মন্তব্যে যে বিজেপি-র অস্বস্তিও আরও একবার বাড়ল৷ রাজ্য বিজেপি-তে দিলীপ বনাম সুকান্ত শিবিরের দ্বন্দ্ব নতুন কিছু নয়৷ কেন্দ্রীয় নেতৃত্বও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন চাপে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার না করে সেই অন্তর্কলহের সমস্যাতেই জেরবার রাজ্য বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh attacks Sukanta Majumdar: 'ডাক্তারবাবু ভয় পেয়েছেন, ইডি যদি তাঁর বাড়িতেও যায়!' দিলীপের নিশানায় কে, জোর চর্চা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement