TRENDING:

Tripura Politics: লোকসভা ভোটের সময় এগোতেই ত্রিপুরায় বাড়ছে দলবদল, বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগ ৭০০ জনের

Last Updated:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আয়োজন করলেন যোগদান সভা ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় ৭০০ জন বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। প্রধানমন্ত্রী মোদির সেবা ও সুশাসনের প্রতি আকৃষ্ট হয়েই বিরোধীদলের সমর্থকরা যোগ দিচ্ছেন বিজেপিতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী কাজের প্রতি দারুণভাবে অনুপ্রাণিত হচ্ছেন রাজ্যের বিরোধী দলীয় কর্মী সমর্থকরাও। তাই তাঁরা বিরোধী দলের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে, উন্নয়নের স্বার্থে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টিতে। বনমালীপুর বিধানসভা এলাকার কল্যাণীতে আয়োজিত, ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন তিনি এলাকার ৭০০ জন বিরোধী দলীয় ভোটারের হাতে পদ্ম পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন।
লোকসভা ভোটের সময় এগোতেই ত্রিপুরায় বাড়ছে দলবদল
লোকসভা ভোটের সময় এগোতেই ত্রিপুরায় বাড়ছে দলবদল
advertisement

আরও পড়ুন– বাংলার ‘বকেয়া’ আদায় করতে দিল্লিতে তৃণমূলের দু’দিনের কর্মসূচি শুরু আজ

সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সাহা বলেন, ‘‘রাজ্যের সর্বত্রই মোদি ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের সকল অংশের মানুষ অনুধাবন করতে পারছেন মোদিজীর পক্ষেই রাজ্যের বিকাশস সম্ভব। এদিনের সমাবেশে সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য দল ছেড়ে যারা ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়েছেন, তাঁদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সত্যিকারের উন্নয়ন এবং সুশাসন উপহার দেওয়া একমাত্র বিজেপি সরকারের পক্ষেই সম্ভব।’’

advertisement

আরও পড়ুন– বৃহস্পতিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল, উত্তরবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের সাধারণ মানুষ সবসময় শান্তি ও সম্প্রীতি চেয়েছে। সিপিআইএম শাসনকালে শুধুমাত্র কংগ্রেসই এখানে বিরোধী দল ছিল।  কিন্তু কংগ্রেস সাধারণ মানুষকে ঠকিয়েছে এবং তাঁদের আস্থা বার বার ভেঙে দিয়েছে।  ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ক্ষমতায় আসেন, তখন মানুষ বুঝতে পারে কীভাবে উন্নয়নের জন্য সরকার চালাতে হয়।  তাঁর সুযোগ্য নেতৃত্বেই ২০১৮ সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা নির্বাচনের সময় কোওন প্রকার প্ররোচনায় পা না দেয়ার আহবান রেখেছিলেন। নির্বাচনের নামে হিংসার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য ছিল। সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। শান্তিপূর্ণভাবে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা বিগত সরকারের সময়ে লক্ষ্য করা যায়নি।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: লোকসভা ভোটের সময় এগোতেই ত্রিপুরায় বাড়ছে দলবদল, বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগ ৭০০ জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল