আরও পড়ুন– নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হতে পারে? জেনে নিন
ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান ২০২৪-কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত নেতৃত্ব ও কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করেন। আর এই সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ দুশ্যন্ত কুমার গৌতম।
advertisement
সোশ্যাল মিডিয়ার এক বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ‘‘আগামী ২ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান-২০২৪ শুরু হতে চলেছে। আর এই কর্মসূচিকে সফল করে তুলতে রাজ্যেও শুরু হয়েছে জোর সাংগঠনিক তৎপরতা।’’
ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে বুধবার রাজধানীর মুক্তধারা হলে প্রদেশ বিজেপি আয়োজিত এক দিবসীয় কর্মশালায় অংশগ্রহন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতম। এই কর্মশালায় মুখ্যমন্ত্রী মানিক সাহাও ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।