TRENDING:

Tripura News: ত্রিপুরায় রাজনৈতিক জমি শক্ত করতে সদস্য সংগ্রহ অভিযান ঘিরে ময়দানে বিজেপি

Last Updated:

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কর্মশালার আয়োজন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে নিজেদের সংগঠনের ব্যাপ্তি বৃদ্ধি করতে চায় বিজেপি ৷ সাংগঠনিক প্রসারে, জনসংযোগ করার দিকে নজর আছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমেও যোগাযোগ বাড়ানো হচ্ছে। লোকসভা ভোটে উত্তর-পূর্ব ভারতে ভাল ফল করেছে বিজেপি ৷ আগামী দিনে রাজ্য ভিত্তিক ভোটেও যাতে সেই ফল ধরে রাখা যায় তা নিয়ে এখন থেকে সচেষ্ট তারা। তাই বিজেপির সদস্যতা অভিযানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
advertisement

আরও পড়ুন– নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হতে পারে? জেনে নিন

ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান ২০২৪-কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত নেতৃত্ব ও কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করেন। আর এই সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ দুশ্যন্ত কুমার গৌতম।

advertisement

সোশ্যাল মিডিয়ার এক বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ‘‘আগামী ২ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান-২০২৪ শুরু হতে চলেছে। আর এই কর্মসূচিকে সফল করে তুলতে রাজ্যেও শুরু হয়েছে জোর সাংগঠনিক তৎপরতা।’’

আরও পড়ুন– চব্বিশে দুর্নীতি ইস্যুতে ডাহা ফেল, ছাব্বিশের জন্য কৌশল বদল! নয়া অস্ত্রে সফল হবে বঙ্গ বিজেপি?      

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে বুধবার রাজধানীর মুক্তধারা হলে প্রদেশ বিজেপি আয়োজিত এক দিবসীয় কর্মশালায় অংশগ্রহন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতম। এই কর্মশালায় মুখ্যমন্ত্রী মানিক সাহাও ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: ত্রিপুরায় রাজনৈতিক জমি শক্ত করতে সদস্য সংগ্রহ অভিযান ঘিরে ময়দানে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল