TRENDING:

সীমান্ত জুড়ে কড়া নজরদারি, ত্রিপুরার সীমান্তে পাওয়া ড্রোনের ফরেন্সিক পরীক্ষা করা হবে

Last Updated:

বাংলাদেশের ড্রোন ভারতে ঢুকে পড়াকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে নজরদারি জোরদার করেছে কেন্দ্রীয় সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: ভারত-বাংলাদেশ ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরার ৮৫৭ কিলোমিটার অংশ রয়েছে। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের ৯৭ শতাংশেরও বেশি অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। এবার সেই সীমান্ত ঘেঁষে থাকা গ্রামে নজরদারি বাড়াল বিএসএফ ও ত্রিপুরা পুলিশ। কারণ, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিলোনিয়া মহকুমার বল্লমুখায় একটি ধানক্ষেতে ড্রোন দেখতে পান স্থানীয়রা। দক্ষিণ ত্রিপুরা জেলার এক সীমান্তবর্তী গ্রামে স্থানীয়রা ভারতীয় ভূখণ্ডের ভিতরে একটি সন্দেহভাজন বাংলাদেশি ড্রোন আবিষ্কার করে। যার পরেই ছড়িয়েছে উত্তেজনা।
ত্রিপুরার সীমান্তে পাওয়া ড্রোনের ফরেন্সিক পরীক্ষা করা হবে (File Photo)
ত্রিপুরার সীমান্তে পাওয়া ড্রোনের ফরেন্সিক পরীক্ষা করা হবে (File Photo)
advertisement

আরও পড়ুন– বাজেট ছিল ৩১০ কোটি টাকা, কিন্তু মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, তবে ওটিটি-তে ৭ বছর ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি

যেখানে ড্রোনটি পাওয়া যায় সেই জায়গাটি সীমান্তের ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ড্রোনটি উড়তে দেখা গেছে। সন্দেহ এটি বাংলাদেশের দিক থেকে এসেছিল। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা লাগানো ড্রোনটি উদ্ধার করে। ত্রিপুরা পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী উভয়ই সংবেদনশীল সীমান্ত অঞ্চলে ড্রোনটির উৎপত্তিস্থল এবং এর ওড়ার পিছনের উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। সংবেদনশীল সীমান্ত এলাকায় কী ভাবে ওই ড্রোন এল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। কী কারণে ওই ড্রোন ওড়ানো হয়েছে, কোন পথে সেটি এসেছে— সেই সব বিষয়ই এখন খতিয়ে দেখছে পুলিশ। ওই ড্রোনটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।

advertisement

আরও পড়ুন– কুনো ন্যাশনাল পার্কে মা চিতা আর শাবকদের জল খাইয়েছিলেন বনকর্মী, বরখাস্ত করা হল কাজ থেকে, কেন এই সিদ্ধান্ত?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাংলাদেশের ড্রোন ভারতে ঢুকে পড়াকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে নজরদারি জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষত, অবৈধ অনুপ্রবেশ আটকাতেই সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি বেড়েছে। পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়। এর আগেও সীমান্তবর্তী একাধিক গ্রামে অনুপ্রবেশের অভিযোগ এসেছিল। একাধিক জনকে আগরতলা থেকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে রেল স্টেশন-সহ গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়। তবে ড্রোনের ঘটনা নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে বিমানবন্দর সংলগ্ন এলাকায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্ত জুড়ে কড়া নজরদারি, ত্রিপুরার সীমান্তে পাওয়া ড্রোনের ফরেন্সিক পরীক্ষা করা হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল