TRENDING:

Abhishek Banerjee Rally in Tripura: আগরতলায় অভিষেকের সভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট! নৈতিক জয়, দাবি তৃণমূলের

Last Updated:

আদালতের এই সিদ্ধান্তে স্বভাবতই দারুণ খুশি ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা৷ পুলিশের নির্দেশের প্রতিবাদে সভা মঞ্চের সামনেই রাস্তার উপরে অবস্থানে বসেছিলেন তাঁরা (Abhishek Banerjee Rally in Tripura)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: আদালতের হস্তক্ষেপে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জট কাটল৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে  (Abhishek Banerjee Rally in Tripura)৷ তবে কোভিড বিধি মেনে ওই সভায় সর্বাধিক পাঁচশো জন উপস্থিত থাকতে পারবেন৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

পুলিশের আপত্তিতে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ কারণ প্রথমে অনুমতি দিয়েও পরে সভা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ৷ এই নির্দেশের বিরোধিতা করে সভার অনুমতি আদায় করতে ত্রিপুরা হাইকোর্টে (Tripura High Court) আবেদন জানায় তৃণমূল কংগ্রেস৷ জরুরি ভিত্তিতে শুনানি শেষ করে শনিবার রাতেই সভার অনুমতি দেয় হাইকোর্ট৷ তবে সর্বাধিক পাঁচশো জন সভায় থাকতে পারবেন বলেও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা! জোট বেঁধে ভোটে? তুঙ্গে জল্পনা

আদালতের এই সিদ্ধান্তে স্বভাবতই দারুণ খুশি ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা৷ পুলিশের নির্দেশের প্রতিবাদে সভা মঞ্চের সামনেই রাস্তার উপরে অবস্থানে বসেছিলেন তাঁরা৷ সভার অনুমতি পাওয়ার খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী, সমর্থকরা৷ হাইকোর্টের এই নির্দেশ আদতে তাদেরই নৈতিক জয় বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷

advertisement

আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ তিনি লিখেছেন, 'নির্দিষ্ট উপস্থিতির সংখ্যা বেঁধে দিয়ে পূর্ব নির্ধারিত স্থানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেওয়ার জন্য ত্রিপুুরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই৷ পুলিশ যেভাবে একতরফা আচরণ করছিল তাতে এই নির্দেশ আমাদের নৈতিক জয়৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য প্রথমে তাদের অনুমতি দেয় পুলিশ৷ কিন্তু এ দিন পুলিশের তরফে যানজটের অজুহাত দেখিয়ে সভা অন্যত্র সরিয়ে নিতে বলা হয়৷ যদিও শেষ মুহূর্তে অন্য কোথাও সভার আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে পুলিশের সিদ্ধান্তের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব৷ শেষ পর্যন্ত দলের তরফে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee Rally in Tripura: আগরতলায় অভিষেকের সভার অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট! নৈতিক জয়, দাবি তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল