TRENDING:

Blood donation: রক্তদান এবং সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

Last Updated:

আগরতলা পুর নিগমের উদ্যোগে এডিনগর কমিউনিটি হলে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এ কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা:  রক্তদান একটি খুবই গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। রক্তদান করলে নিজের শরীরের জন্যও ভালো। রক্তদানের সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে শরীরে কোন ধরণের রোগ ব্যাধি থাকলে চিহ্নিত করা যায়। তাই সকলকে মানুষের সেবায় স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসা উচিত। এর পাশাপাশি রক্তদান এবং সরবরাহে ভারসাম্য বজায় রাখতে হবে। আগরতলা পুর নিগমের উদ্যোগে এডিনগর কমিউনিটি হলে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এ কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
কলকাতায় ভোট প্রচারে পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী 
কলকাতায় ভোট প্রচারে পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী 
advertisement

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়েও ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট ছিল এবং সেই সময়ে মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখা হয়েছিল। এতে সাড়া দিয়ে অনেক মানুষ রক্ত ​​দিতে এগিয়ে এসেছিলেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময়ও রক্তের সংকট ছিল এবং সেই সময়েও মানুষ রক্তদান করতে এগিয়ে এসেছিলেন। আমরা যদি ধারাবাহিকভাবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি তবে কোন সঙ্কট হবে না। রক্ত ​​ছাড়া কেউ বাঁচতে পারে না। রক্ত হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি উপহার। এ জন্য অন্যের প্রয়োজনে রক্তদানের বিকল্প হয় না। আমাদের প্রত্যেকের শরীরে উদ্বৃত্ত রক্ত ​​থাকে। সময় মতো রক্ত​​দান না করলে সেটা আমাদের দেহের অভ্যন্তরে বিনষ্ট হয়ে যায়। তাই রক্তদানে কারোর কোন সমস্যা হয় না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক সাহা বলেন, আজকের রক্তদান শিবিরে প্রায় ১২৫ জন রক্তদাতা রক্তদান করতে এসেছেন। আমি এমন অনেক লোককে দেখেছি যারা ২০ থেকে ২৫ বারের অধিক রক্ত ​​দিয়েছেন। এখন আমি রক্তদানের ক্ষেত্রে একটা সুষ্ঠু প্রতিযোগিতা লক্ষ্য করছি। রক্ত ​​দেওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভাল। আর এখন আমাদের ত্রিপুরাতেও রক্তের বিভাজন করা যায়। আমাদের এখন ১২টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। যার মধ্যে দু’টি বেসরকারি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের রক্তদান এবং সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ রক্ত ​​দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করা যায় না। রক্তদান করা হল সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব এবং রক্তের কোন বিকল্প নেই। কারণ এটা তৈরি করা সম্ভব নয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Blood donation: রক্তদান এবং সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল