নবনির্মিত থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, বাগবাসা এলাকার আপামর জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণে রাজ্য সরকারের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
বাগবাসায় শুভ সূচনা হল রাজ্যের ৮৭তম এবং উত্তর জেলার ১১তম থানার। অপরাধ দমন এবং নেশামুক্ত ত্রিপুরা অভিযানে বিভিন্ন এলাকায় রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধিতে গৃহীত নতুন নতুন পদক্ষেপের অংশ হিসাবে পুলিশ ফাঁড়ি থেকে উন্নীত এই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।
advertisement
আরও পড়ুন: ওজন কমবে হুহু করে, ভাল থাকবে হার্টও, রসে চুমুক দিন বা চিবিয়ে খান গোটা, এই ফল ঔষধি গুণে ভরপুর!
অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড. সাহা বলেন, ”মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে পুলিশ। মাদকের সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। মাদক কারবারে যুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা ও ধ্বংস করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম স্থানে রয়েছে ত্রিপুরা। তবে মাদক নির্মূল করা শুধু পুলিশ বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কেউ মাদক দ্রব্য বিক্রি করলে তাকে ধরে মাস্টারমাইন্ডকে আটক করতে হবে। মোট কথায় মাদকের বিরুদ্ধে আপামর জনতাকে পুলিশকে বিভিন্নভাবে সহায়তা করতে হবে।” মাদক দ্রব্য পাচার রোধে পুলিশ বেশ ভাল কাজ করছে বলেও অভিমত ব্যক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এই থানার পরিষেবা শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। বিধায়কের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি গাড়ি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ।