ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ব্যাখ্যায়, এই তিনটি স হল, সংবাদ, স্বভাব, সদাচার। এই দিয়েই সংগঠনের ভিত শক্ত করতে হবে বলে মনে করছেন বিপ্লব দেব। সোশ্যাল মিডিয়ার যুগে সংবাদের নাম নিয়ে ছড়িয়ে পড়া অপ তথ্যথেকে সতর্ক থাকতে হবে, যাচাই করে নিতে হবে ঠিক ভুল মনে করছেন বিপ্লব। প্রধানমন্ত্রী কী করছেন কী বলছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জনতার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। স্বভাব শব্দটির মধ্যে দিয়ে বিপ্লব দেব বোঝাতে চাইছেন আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার কথা। মানুষের কাছে পৌঁছোতে তিনি জোর দিচ্ছেন মানুষের কথা নিবিরভাবে সোনার উপর। সদাচার হলো সংগঠকদের চলন-বলন, ভাষাশৈলী।
advertisement
প্রসঙ্গত দিন কয়েক আগেই ত্রিপুরায় শক্তি পরীক্ষার জন্য পরিষদের বৈঠক ডাকেন বিপ্লব দেব। সেই বৈঠক এড়িয়ে যান অন্তত ১০ জন বিধায়ক,সুদীপ শিবিরের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চরম। সূত্রের খবর ইতিমধ্যেই বিএল সন্তোষের কাছে দেওয়া ব্যক্তিগত রিপোর্টে একাধিক বিধায়ক বিপ্লব দেবের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। এই অবস্থায় পায়ের তলায় মাটি ধরে রাখতে মরিয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী চাইছেন, সংগঠনে নিজের গ্রহণযোগ্যতায় আরও বাড়াতে। কর্মীদের পাশে পেতেই তিন-স উদ্ভাবন তার।