TRENDING:

TMC in Tripura By Election: ত্রিপুরার উপনির্বাচনে কোমর বাঁধল তৃণমূল কংগ্রেস, প্রকাশ ৪ কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীতালিকা!

Last Updated:

TMC Tripura By Election Candidate List: আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাস ফুলের হয়ে প্রার্থী হতে পারেন ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Tripura By Election: ত্রিপুরায় আসন্ন ৪ কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাস ফুলের হয়ে প্রার্থী হতে পারেন ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হেভিওয়েট সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়। আগরতলা পৌর নিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সাহা।
Tripura TMC
Tripura TMC
advertisement

আরও পড়ুন- ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়! বৃষ্টিতে ভাসবে কি আপনার জেলাও?

অন্যদিকে এই আসনে কংগ্রেসের প্রার্থী আশিষ সাহা। সুরমা কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অর্জুন দাস। যুবরাজ নগর থেকে ঘাসফুলের হয়ে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন তরুণ তুর্কি মৃণাল কান্তি দেবনাথ। আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদি আমায় শিখিয়েছিলেন খিচুড়ি কীভাবে রাঁধতে হয়: বিজেপি নেতার স্ত্রী

ত্রিপুরায় উপনির্বাচন হবে আগামী ২৩ জুন। ২৬ জুন হবে নির্বাচনী ফল ঘোষণা। আগরতলা, বরদোয়ালি, যুবরাজনগর আর সুরমা কেন্দ্রে ভোট হবে। সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা- এই তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করায় ত্রিপুরার তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷

advertisement

আরও পড়ুন- "৫০০ বছরের সাধনা সিদ্ধিতে পরিণত হল": রাম মন্দিরের গর্ভগৃহে পুজো দিলেন যোগী

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গত বছরের শেষে ত্রিপুরার পুরভোটে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস৷ পুরভোটে বিশেষ সাফল্য না পেলেও প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷ যা যথেষ্ট ইতিবাচক বলেই ধরেছিল তৃণমূল নেতৃত্ব৷ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার ত্রিপুরায় নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল কংগ্রেস৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Tripura By Election: ত্রিপুরার উপনির্বাচনে কোমর বাঁধল তৃণমূল কংগ্রেস, প্রকাশ ৪ কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীতালিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল