ত্রিপুরার উপজাতি অধ্যুষিত আসনেও বিপুল জয় পেয়েছে পদ্ম শিবির। ধানপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০, ০১৭টি ভোট। সিপিএমের কৌশিক চন্দ্র পেয়েছেন ১১, ১৪৬টি ভোট। বিজেপি এই আসনে জিতেছে ১৮,৮৭১টি ভোটে। ফলে স্বাভাবিক ভাবেই লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার এই ট্রেন্ড দেখএ স্বস্তি বাড়বে বিজেপি শিবিরে।
advertisement
তবে ত্রিপুরায় স্বস্তি মিললেও, বাংলা থেকে ভাল ফল পাচ্ছে না বিজেপি। দিনভর কড়া টক্করের পরে ধূপগুড়ি আসনে হাতছাড়া হয়েছে বিজেপির। ৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে পরাজিত করেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। রাজবংশী অধ্যুষিত এই আসনে জয়ে স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বাড়তি অক্সিজেন পেল ঘাসফুল শিবির।
আরও পড়ুন, ধূপগুড়িতে উড়ল সবুজ আবির! বিজেপির তাপসীকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের নির্মলের
আরও পড়ুন, BJP-র থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল TMC! চব্বিশের আগে উত্তরবঙ্গে পেল বাড়তি অক্সিজেন
২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও উত্তরবঙ্গের ধূপগুড়ি আসনে জিতেছিল বিজেপি। প্রায় ৪ হাজার ভোটে জেতে তারা। বিজেপি বিধায়কের প্রয়ানে এই আসনে উপ নির্বাচন হয়।