TRENDING:

Tripura assembly election: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ

Last Updated:

এবার ত্রিপুরার নির্বাচনে অবশ্যই সবার নজর রয়েছে বাম-কংগ্রেসের অঘোষিত জোট এবং তিপরামোথার দিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা?
সাতসকাল ত্রিপুরার একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন। Photo-ANI
সাতসকাল ত্রিপুরার একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন। Photo-ANI
advertisement

আজ এই সিদ্ধান্তই নেবেন ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন: বিধানসভায় ম্যাজিক ফিগার নিয়েই ফিরবে বিজেপি, আত্মবিশ্বাসী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

advertisement

সকাল ৭টা থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ গোটা রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷

advertisement

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়ছেন টাউন বরদৌলি কেন্দ্র থেকে৷ আগরতলার তুলসিবাথি হাইস্কুলে ভোট দেবেন তিনি৷ এক বছর আগে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল, তা সঠিক না ভুল, এই নির্বাচন সেই প্রশ্নেরও উত্তর দেবে৷

আরও পড়ুন: 'আমরা চোর খেদাতে গিয়ে ডাকাত ডেকে এনেছি', বিস্ফোরক কংগ্রেসের প্রার্থী সুদীপ

advertisement

তবে এবার ত্রিপুরার নির্বাচনে অবশ্যই সবার নজর রয়েছে বাম-কংগ্রেসের অঘোষিত জোট এবং তিপরামোথার দিকে৷ সরাসরি জোট না বাঁধলেও বিজেপি-কে রুখতে আসন সমঝোতার পথে হেঁটেছে বাম এবং কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে ব্যর্থ হওয়ার পর ত্রিপুরায় তাদের এই কৌশল ফলপ্রসূ হয় কি না, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে রাজনৈতিক মহল৷ আবার পৃথক রাজ্য গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিতে সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের সমর্থন পুষ্ট তিপরামোথা শেষ পর্যন্ত বিজেপি-কে কতটা বেগ দেয়, সেটাও দেখার৷ কারণ ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ মাণিক্যর দল ৪২টি আসনে লড়ছে৷ আদিবাসীরা ত্রিপুরার নির্বাচনে অন্যতম বড় ফ্যাক্টর৷ রাজ্যের ৬০টি আসনের এক তৃতীয়াংশই আদিবাসীদের জন্য সংরক্ষিত৷

advertisement

গত নির্বাচনে আদিবাসী ভোট টানতে আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি৷ মাঝে সংঘাতের পর এবারেও দুই দল জোট বেঁধেই লড়ছে৷ তবে তিপরামোথার উত্থানে অনেকটাই কোণঠাসা আইপিএফটি৷ এবারের নির্বাচনে মাত্রা ৬টি আসনে লড়ছে তারা৷ বিজেপি প্রার্থী দিয়েছে ৫৫টি আসনে৷ একটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে দুই দলের৷

এর পাশাপাশি ত্রিপুরার ২৮টি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ প্রথমে ক্ষমতা দখলের কথা বললেও নিজেদের সাংগঠনিক শক্তি বিচার করে শেষ পর্যন্ত ২৮টি আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ লক্ষ্য ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ গোয়ায় ব্যর্থতার পর বাঙালি ত্রিপুরায় তৃণমূল কেমন ফল করে, এই নির্বাচনে সেটিও কৌতূহলের বিষয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল