TRENDING:

Tripura Election Results 2023: ভোটে লড়েননি, মানিক সরকার হারালেন নিজের আসনও

Last Updated:

ধনপুর ভরসা রাখল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের উপরে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরার দু’দশকের মুখ্যমন্ত্রী সিপিআইএমের মানিক সরকার। ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত লাগাতার জিতে আসছেন মানিক সরকার। মানিক সরকারের পুরনো আসন ধনপুরে এ বার জিতেছেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। যিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও বটে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তাঁর দল আর তার আসন ধরে রাখতে পারেনি। কিন্তু বিষয়টি বামেদের কাছেই খানিক ‘বিড়ম্বনা’র। বিশেষ করে জোট গড়েও জয় হাসিল করতে না পারা।
ভোটে লড়েননি, মানিক সরকার হারালেন নিজের আসনও
ভোটে লড়েননি, মানিক সরকার হারালেন নিজের আসনও
advertisement

২০১৮ সালের বিধানসভা ভোটে পদ্ম-ঝড়ে ২৫ বছরের বাম শাসনের পতন ঘটে ত্রিপুরায়- ৷ যদিও ধনপুর আসনে ৬ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সিপিআইএমের মানিক সরকার। পেয়েছিলেন সাড়ে ৫৪ শতাংশেরও বেশি ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। তিনি পেয়েছিলেন ৪১.২ শতাংশ ভোট। এ বার সেখানে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা (পশ্চিম) কেন্দ্রের সাংসদ প্রতিমা। সিপিআইএম সাড়ে ৩৪ এবং তিপ্রা মথা ১৯ শতাংশ ভোট পেয়েছে।

advertisement

আরও পড়ুন- বঙ্গ পদ্ম শিবিরের নজরে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক, সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা গেরুয়া শিবিরের

গত বিধানসভা ভোটে মাণিক সরকার যাকে হারিয়েছিলেন, তিনিই তার পরের বছর সাংসদ নির্বাচিত হন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হন। আবার তিনিই এবার হারিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রের প্রার্থীকে।ভোটে না লড়লেও এ বার নিজের পুরনো কেন্দ্রে দলীয় প্রার্থীর প্রচারে নেমেছিলেন দীর্ঘদিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের মানিক সরকার। ফল বলছে,  প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দেননি একদা তাঁর কেন্দ্রের ভোটাররাই। অনেকেই আবার তুলনা করছেন এই আসনের সঙ্গে পশ্চিমবঙ্গের সাতগাছিয়ার। কারণ জ্যোতি বসু সেখান থেকে ভোটে লড়তেন। তিনি সরে যাওয়ার পরে, অন্য প্রার্থী দাঁড় করানো হয় ৷ যদিও সেই আসন সোনালি গুহর হাত ধরে চলে যায় জোড়াফুল শিবিরে ৷ সেই আসন আজও পুনরুদ্ধার করতে পারেনি বামেরা। ধনপুরের হার নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় বামেরা। তবে বিজেপির প্রতিমা ভৌমিক জানিয়েছেন, ‘‘ধনপুর তাঁর নিজের মেয়েকেই চেয়েছিল। তাই এই আসনে জয় সম্ভব হয়েছে ৷ মানুষ যে ওনাদের সঙ্গে নেই তা লোকসভা ভোট থেকে বোঝা গিয়েছিল। এবার সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Election Results 2023: ভোটে লড়েননি, মানিক সরকার হারালেন নিজের আসনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল