TRENDING:

Tripura Assembly Election: ৫৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে! ভোটের আগেই ত্রিপুরায় বিরাট চমক, বড় ছক ঘাসফুলের

Last Updated:

Tripura Assembly Election: ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রে যোগদান সভা করল তৃণমূল কংগ্রেস। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজ্যের দুই প্রান্তে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল। করবুক ও সোনামুড়া বিধানসভা এলাকায় তারা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের দাবি, করবুক বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হয়েছে ১২৩ পরিবারের ৫৫০ জন ভোটারের যোগদান সভা করা হয়েছে৷ করবুক বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সহ-সভাপতি মিল্টন চাকমা, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মাদুরি চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ১২৩টি পরিবারের ৫৫০ জন ভোটার ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে!
বিজেপি ছেড়ে তৃণমূলে!
advertisement

এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সহ-সভাপতি মিল্টন চাকমা জানিয়েছেন, "আমরা তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবো। পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে, সেগুলো ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য করবো। জনসাধারণ ও যুব সমাজের জন্য আমরা রাস্তায় নেমে কাজ করে যাচ্ছি এবং আগামীদিনে কাজ করে যাবো।"

advertisement

আরও পড়ুন: উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

অন্যদিক, সোনামুড়ায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধি, ১০২টি পরিবারের যোগদান সভা করা হয় বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মামন মিঞ্চা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। পাশাপাশি, এদিন মামণ মিঞ্চার নেতৃত্বে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ১০২টি পরিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

advertisement

আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল

এদিন এই যোগদানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সোনামুড়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হাবিল মিঞ্চা, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষের কল্যাণের স্বার্থে আরো বৃহত্তর ভাবে শক্তিশালী হয়ে রাস্তায় নেমে কাজ করবে বলে জানিয়েছেন তারা। যদিও এই সব যোগদানকে গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি-বাম-কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election: ৫৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে! ভোটের আগেই ত্রিপুরায় বিরাট চমক, বড় ছক ঘাসফুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল