TRENDING:

Tripura Assembly Election 2023: বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? 

Last Updated:

আদিবাসী, জনজাতি মন জয়ে প্রাক্তন বাম সাংসদের নাম ঘোষণা, বলছে রাজনৈতিক মহল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটে রাজ্যের একাধিক জায়গায় পোস্টারে উল্লেখ মোদি-মানিক সাহার সরকার। বিজেপি কার্যত মানিক সাহাকে মুখ্যমন্ত্রী উল্লেখ করে ভোটে লড়ছে। অন্যদিকে তিপ্রামোথার বাজি মহারাজাই ৷ তবে বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কে? নাম ঘোষণা করে দিলেন কংগ্রেস পর্যবেক্ষক। আর  সেই নাম ঘোষণা হতেই জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। অজয় কুমার, কংগ্রেস পর্যবেক্ষক, তিনি প্রকাশ্যে এক প্রচার সভা থেকে বলেছেন, ‘‘ত্রিপুরার এই নির্বাচনে জোট ক্ষমতায় আসলে আমাদের মুখ্যমন্ত্রী হবে জিতেন্দ্র চৌধুরী ৷ আদিবাসীদের প্রিয় নেতাকেই আমরা মুখ্যমন্ত্রী করব।’’
বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? 
বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? 
advertisement

এই বক্তব্যর পরেই জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। জোটের অন্যতম মুখ রয়েছেন সুদীপ রায় বর্মণ। তিনি নন জিতেন্দ্র চৌধুরী!  আসলে এর পিছনে রাজনৈতিক অঙ্ক দেখছেন সকলেই। কারণ জিতেন্দ্র চৌধুরী জনজাতি- আদিবাসী সমাজের কাছে অত্যন্ত পরিচিত একজন মুখ। এই বিধানসভা ভোটে জনজাতি-আদিবাসী ভোট একটা ফ্যাক্টর। ত্রিপুরা রাজনীতির হিসাব বলছে, গত বিধানসভা ভোটে কংগ্রেসের ভোট যায় পদ্ম শিবিরে৷ আর এডিসি ভোটে বামেদের ভোট চলে যায় তিপ্রামোথা শিবিরে ৷ এই বিধানসভা ভোটে সব পক্ষই সহযোগী হিসেবে চেয়েছিল তিপ্রামোথাকে ৷

advertisement

আরও পড়ুন- শুক্রের অবস্থান পরিবর্তনে বদলে যেতে চলেছে এই সব রাশির জীবন! ভাল হবে না মন্দ ?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা গেলে একবার ঢুঁ মেরে আসুন নিউজ পেপার মিউজিয়াম থেকে! দেওয়ালে জীবন্ত ইতিহাস
আরও দেখুন

যদিও কোনও জোটে যায়নি তারা। এই অবস্থায় জনজাতি আদিবাসী সমাজের ভোট পেতে হলে একটা মুখ দরকার। তাই এখন থেকেই জিতেন্দ্র চৌধুরীর নাম কৌশলে ভাসিয়ে দিল জোটের নেতারা।  যদিও জোটের এই অস্ত্রকে গুরুত্ব দিতে রাজি নয় শাসক দল বিজেপি ৷ বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, জগা-খিচুড়ি জোট। কেন্দ্রীয় মন্ত্রী তথা ধনপুর কেন্দ্রের প্রার্থী প্রতিমা ভৌমিক, জানিয়েছেন, বিজেপি একটা সাংগঠনিক দল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একটা সিস্টেমে চলে। গণতান্ত্রিক দেশে যে কেউ নাম ঘোষণা করতেই পারেন৷ তবে আমরা জয় হাসিল করব।তিপ্রামোথা অবশ্য বামেদের ভূমিকার তীব্র সমালোচনা করছে। এমন অবস্থায় বিশেষ অংশের ভোট পেতে নাম ঘোষণা করা হলেও তা আদৌ কাজে আসা নিয়ে সংশয় জোটের অন্দরেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল