আগামিকাল ভোটগণনাকে কেন্দ্র করে সমস্তপ্রকারের ব্যবস্থা করাহয়েছে। বুধবার ভোটগনানর বিভিন্ন পক্রিয়াগুলো পরিদর্শন করেন মহকুমা শাসক ও অতিরিক্ত মহকুমা শাসক৷ বিধানসভার দুইজন রিটানিং অফিসারের উদ্যোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পক্রিয়া সম্পন্ন হয়েছে। অভেদানন্দ বৈদ্য জানান, নির্বাচন কমিশনের আদেশ অনুসারে সমস্ত প্রকারের ব্যবস্থা করে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাওড়া-সহ কলকাতার একাধিক জায়গায় ফের অভিযান ইডি-র, এবার নজরে কোন প্রতারণা?
advertisement
ভোট শেষ হয়েছে। ভোটের ফল ঘোষণা হতে বাকি এক দিন। আর এর মাঝেই প্রতিদিন ত্রিপুরা রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফল কী হবে, তার ভিত্তিতে জল্পনা করে একাধিক জায়গায় অনভিপ্রেত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অভিযোগ দৈহিক আক্রমণ, খুন, অগ্নি সংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে।