ত্রিপুরায় সিপিআইএম ৪৩ আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়া শরিক দল সিপিআই, আরএসপি,ফরওয়ার্ড ব্লক ও নির্দলকে একটি করে আসন ছাড়ে। সব মিলিয়ে বামেদের আসন ছিল ৪৭'টি। বামেদের বক্তব্য কংগ্রেসের লড়ার কথা ছিল ১৩ আসনে। তারা ১৭ আসনে প্রার্থী দিয়েছে। ফলে একটা মতানৈক্য তৈরি হয়েছে উভয়ের মধ্যেই।
আরও পড়ুন: কয়েকশো কোটির ডালি, পাখির চোখ বর্ধমানের জন্য বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর!
advertisement
বামেদের তরফে দাবি করা হয়েছে, কৈলাসহর, ধর্মনগর,পেচারথল, করমছড়া, কমলপুর, তেলিয়ামুড়া, মোহনপুর, আগরতলা, বড়দোয়ালী, বনমালীপুর, সূর্যমণিনগর, চড়িলাম ও মাতাবাড়ি কেন্দ্রে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে স্থির হয়েছিল। এরপর কংগ্রেস দল একটি তপশিলি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় জানায়। তারা পাবিয়াছাড়া আসনটি দাবি করে৷ সেই বিষয়ে ফায়সালা হওয়ার আগেই, কংগ্রেস ১৭ আসনে প্রার্থী দিয়ে দেয়। তাই পাল্টা বামেরাও ১৩ আসনে প্রার্থী দিয়েছে।
আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
বামেদের তরফে জানানো হয়েছে, পাবিয়াছাড়া তপশিলি আসন, তারা পেচারথল আসনের বদলে কংগ্রেসকে ছেড়ে দেবে। কংগ্রেস যেন চার আসনের মনোনয়ন প্রত্যাহার করে নেয়৷ বামেরাও মনোনয়ন বাকি আসন থেকে তুলে নেবে বলে জানিয়েছে।