আরও পড়ুন- আজ দিনহাটায় সুকান্ত, নিশীথ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম! দুই ফুল শিবিরের তরজা তুঙ্গে
ভোট শেষ হয়েছে। ভোটের ফল ঘোষণা হতে এখনও বাকি দুই দিন। আর এর মাঝেই প্রতিদিন ত্রিপুরা রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফল কী হবে, তার ভিত্তিতে জল্পনা করে একাধিক জায়গায় অনভিপ্রেত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অভিযোগ দৈহিক আক্রমণ, খুন, অগ্নি সংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে।
advertisement
আরও পড়ুন- রাশিফল ২৮ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার। বাম নেতাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সকলকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করা দরকার। বামেদের তরফে আবেদন করা হয়েছে, দলমত নির্বিশেষে মানুষ নিজ নিজ এলাকায় শান্তি-সম্প্রীতি সুরক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসুক। এই বিষয়ে পুলিশ-প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন। উল্লেখ করা হয়েছে, কোনও প্ররোচনার ফাঁদে কেউ যাতে পা না বাড়ান। নিজেরাও এমন কোনও কাজ করবেন না যা প্ররোচনা সৃষ্টির শামিল হতে পারে। এর জন্যে সজাগ, সচেতন থাকতে হবে। আইন যাতে কেউ হাতে না নেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ-প্রশাসন-নির্বাচন কমিশনকে সাহায্য ও সহযোগিতা করতে হবে। শান্তি-সম্প্রীতি রক্ষায় সবাই তাদের দায়িত্ব যেন যথাযথ ভাবে প্রতিপালন করে।
আবীর ঘোষাল