১৬ তারিখ সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর ফল ঘোষণার আগের দিন, নিজের কেন্দ্রের বুথ কর্মীদের সঙ্গে নিয়ে মিটিং করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এবারে টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেখানে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার। তাঁকে ঘিরে দলের আশা অনেকটাই বেশি। মানিক সাহার বিপরীতে যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে তিনি হলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিস কুমার সাহার। ফলে এই কেন্দ্রে মানিক সাহাকে নিয়ে বিজেপির প্রেস্টিজ ফাইট ! গত বছরেই বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে মানিক সাহা জয়ী হন ৷ হারিয়ে দেন কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে ৷ যদিও এবার বাম-কংগ্রেস জোট হয়েছে ৷ ফলে বিজেপির বিরুদ্ধে লড়াই কঠিন হয়েছে বলে মানছেন অনেকেই। তবে নিজের কেন্দ্রে জয় নিয়ে তিনি ভীষণ আশাবাদী ৷
advertisement
আরও পড়ুন- সকাল ৮টা থেকে শুরু হবে ত্রিপুরায় ভোট গণনা, কড়া নিরাপত্তা গোটা রাজ্যজুড়েই
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছিলেন, ‘‘ভোট দিয়ে খুব ভাল লাগছে। জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি এটাই অনেক। অন্যান্যবার এতটা আনন্দ হয় না। নির্বাচনে জিতে সরকার গঠন হয়ে, মানুষের জন্য কাজ করব। তাঁদের কী সে ভাল হয় সেদিকে লক্ষ্য রাখব। উন্নয়ন করব।’’ একইসঙ্গে আজ গোটা রাজ্যের নির্বাচন ফলপ্রকাশের পরে যাতে সুষ্ঠ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন- আজ নজর তিন রাজ্যের ভোটের ফলাফলে, ত্রিপুরায় গেরুয়া ঝড় না ত্রিশঙ্কু? দেখুন লাইভ আপডেট
বৃহস্পতিবার নির্বাচনী ফল ঘোষণার আগে কেন্দ্রে যাওয়ার আগে আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। এরপর উমাকান্ত অ্যাকাডেমিতে টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা পৌঁছে যাবেন।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির মুখের চিকিৎসা, মুখমন্ডলের চিকিৎসক করিয়েছেন। তবে রোগী কেমন থাকল সেটা জানা যাবে আজকেই।
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে