ঘটনার দিন রাত ৮টা নাগাদ এই বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করা হয়। ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শনিবার ধর্ষণের ঘটনাটি ঘটে, এরপরেই হত্যা করে এলাকার একটি ধানখেতে পুঁতে ফেলা হয়। তিন ঘণ্টা পরেও শিশুটিকে তার মায়ের কাছে না ফেরানোয় বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী শিশুটিকে খুঁজতে শুরু করে। পরে তার মৃতদেহ ধানখেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। অভিযুক্তকে অসমের নীলামবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
গত ১১ অক্টোবর ঘটনাটি ঘটেছে। বাসিন্দা অভিযুক্ত ওই শিশুকন্যার প্রতিবেশী। তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কও ছিল। ঘটনার দিন অভিযুক্ত ওই শিশুকন্যাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে বের হন। এরপরই শিশুকন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিস্তারিত তদন্ত চলছে।