TRENDING:

তিন তালাক সম্পূর্ণ অসাংবিধানিক জানাল এলাহাবাদ হাইকোর্ট

Last Updated:

‘তিন তালাক’ প্রথার বিরোধিতায় কড়া এলাহাবাদ হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে জানায়, মুসলিম সমাজে যে তিন তালাক প্রথার প্রচলন রয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এলাহাবাদ: ‘তিন তালাক’ প্রথার বিরোধিতায় কড়া এলাহাবাদ হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে জানায়, মুসলিম সমাজে যে তিন তালাক প্রথার প্রচলন রয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক ৷ একই সঙ্গে উচ্চ আদালত এটাও স্পষ্ট করেছে, কোনও পার্সোনাল ল বোর্ড সংবিধানের উর্ধ্বে নয় ৷
advertisement

‘তিন তালাক’ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ে উচ্চ আদালত জানায়, ‘তিন তালাক সম্পূ‍র্ণ অসাংবিধানিক ৷ শরিয়ত আইনের এই তিন তালাক পদ্ধতি মুসলিম মহিলাদের মৌলিক অধিকারে আঘাত করে ৷’

মুসলিম শরিয়ত আইনের ‘তিন তালাক’ বিধি ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দ্বন্দ্ব ও বিতর্ক বহু পুরনো ৷ শরিয়ত কানুন বিশেষজ্ঞদের মতে, শরিয়ত আইনের তালাক বিধি একটি সামাজিক ব্যবস্থা, যাকে সংবিধান ও আইন বৈধতা দিয়েছে ৷ কিন্তু এতে মুসলিম মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে বলে বহুদিন ধরেই এমন দাবি উঠছে ৷ মোদি সরকার ক্ষমতায় আসার পর ও দলীয় স্তরে বিজেপি এই প্রথা নিষিদ্ধ করার জন্য সওয়াল করেন ৷ এই প্রচেষ্টায় মুসলিমদের ধর্মীয় স্বার্থে আঘাত করা হচ্ছে বলে প্রতিবাদ জানায় মুসলিম সমাজ ৷ একইসঙ্গে এই প্রথা নিষিদ্ধ করা হলে জোর করে রাজনীতির নামে শরিয়তের আইন বদলানো হলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেয় মুসলিম ল বোর্ড ৷

advertisement

এদিন এলাহাবাদ হাইকোর্ট নিজের রায়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্বাধিকার ভঙ্গের অভিযোগের জবাবে জানিয়েছে, ‘কোনও পার্সোনাল ল বোর্ড সংবিধানের উর্ধ্বে নয় ৷’ এমনকী উচ্চ আদালতের মতে, কোরানে কোথাও ধর্মীয়ভাবে তিন তালাকের কথা বলা নেই ৷ মুসলিম সমাজে তিন তালাকের নামে যে পদ্ধতিতে বিবাহবিচ্ছেদ হয় তাতে চুড়ান্ত অবহেলার শিকার হন মহিলারা ৷

advertisement

একইসঙ্গে এলাহাবাদ হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করে বলে, ‘তিন তালাকের শিকার মুসলিম মহিলারা কি সারাজীবন ধর্মীয় প্রথার নামে এমন নিপীড়ন সহ্য করবেন? তাদের পার্সোনাল ল বোর্ড কি কখনও ভেবে দেখবে না এই নিষ্ঠুর তিন তালাক প্রথা তাদের সমাজের হতভাগ্য গৃহবধূদের কি হাল করছে?’

তিন তালাক প্রথা নিয়ে এলাহাবাদ আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন বুন্দেলশাহ-র হিনা ও উমারবি ৷ তাদের পিটিশনের শুনানিতেই এই রায় দেয় উচ্চ আদালত ৷

advertisement

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে কামাল ফারুকি CNNnews18-কে জানান, এটা কোনও রায় নয়, এটা শুধুমাত্র একটা পর্যবেক্ষণ ৷

এরই মধ্যে মধ্যপ্রদেশে তালাকের এমন দুটি ঘটনা সামনে এল, যা নতুন করে এই ‘তিন তালাক’ প্রথাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ৷

শুনলে চমকে উঠতে পারেন, রাতে খাওয়ার পর শুতে যাওয়ার সময় তিন তালাক বিধিতে একজন স্বামী তাঁর ঘুমন্ত স্ত্রীকে তালাক দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে চলে গিয়েছেন ৷ অন্য আরেকটি ঘটনায়, স্বামী তার স্ত্রীকে ফোন করে তিনবার তালাক বলায় তাদের ডিভোর্স হয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

সাতনা জেলা আদালতের শরিয়ত কানুন বিশেষজ্ঞ মকসুদ আহমেদের বক্তব্য, শরিয়ত আইনের তালাক বিধি একটি সামাজিক ব্যবস্থা, যাকে সংবিধান ও আইন বৈধতা দিয়েছে ৷ কিন্তু তিন তালাক প্রথা বা শরিয়তের অন্য আইনে বদলের যে প্রচেষ্টা বর্তমানে শুরু হয়েছে তার সঙ্গে সহমত নন শরিয়ত কানুন বিশেষজ্ঞ মকসুদ আহমেদ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
তিন তালাক সম্পূর্ণ অসাংবিধানিক জানাল এলাহাবাদ হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল