বৈঠক শেষে রাজীব বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় আজ মিটিং করতে ডেকেছিলেন৷ দীর্ঘ সময় আজ আলোচনা হয়েছে। আমাদের ভোট রণকৌশল নিয়ে কথা হয়েছে। ৬০ আসনের জন্য ১২০ জনের নামের তালিকা পেয়েছি। আসন ধরে ধরে আলোচনা হয়েছে।" ত্রিপুরা তৃণমূল সূত্রের খবর, চলতি মাসের শেষেই ত্রিপুরায় প্রচারে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
advertisement
আরও পড়ুন: চোর সন্দেহে একরত্তি শিশুকে বেঁধে এলোপাথাড়ি চড়-থাপ্পর! ভিডিও দেখে আঁতকে উঠছেন সবাই
অন্যদিকে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে ত্রিপুরায় খাতায়-কলমে জোট ঘোষণা না করলেও রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছে বাম-কংগ্রেস। দু'পক্ষ ইতিমধ্যেই যৌথ মিছিল করার কথাও ঘোষণা করে দিয়েছে। তাহলে, সেক্ষেত্রে, কী স্ট্র্যাটেজি হতে চলেছে তৃণমূলের?
রাজীব বলেন, "তৃণমূল কংগ্রেস বরাবর একলা চলায় বিশ্বাসী। আমরা একাই ১০০। আমাদের সম্পদ মমতা-অভিষেক। এখনও অবধি স্ট্যান্ড একলা চলোই যাবো। পুর ভোটে ভালো ফল হয়েছিল আমাদের৷ "
এরপরেই বাম-কংগ্রেস জোট নিয়ে কটাক্ষ করে রাজীবের বক্তব্য, "জোটের ফল কি হয়েছে আগেই দেখেছেন। যে জায়গায় উপনির্বাচন হয়েছিল। সেখানে বাম নয়তো কংগ্রেসের গড় ছিল। এই ভোটে আলাদা চিত্র দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেস এখানে নতুন ভাবে দেখতে পাবেন।"
রাজীবের দাবি, এর আগেও তৃণমূলের ভোট কেটেছিল বাম-কংগ্রেস। এবারেও তাঁরা তাই করবে বলে মনে করছেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, "বিগত দিনেও আপনারা দেখেছেন বাংলা একমাত্র জায়গা যেখানে বিজেপিকে হারানো হয়েছিল। কিসের ভোট কাটা? গোয়ায় কংগ্রেস বিধায়কেরা চলে যায় বিজেপিতে।"
পীযূষ কান্তি দেবের কথায়, "২০২১ এর বাংলায় ভোটে বাম-কংগ্রেস জানত তারা শূন্য পাবে৷ কিন্তু ওরা ভোট কেটে বিজেপি-কে সাহায্য করতে চাইছিল। এখন ত্রিপুরাতেও ওঁদের আঁতাঁত হয়েছে।"
ত্রিপুরা তৃণমূলের অন্যতম নেতা সুস্মিতা দেব আবার বলেন, " বিজেপির কোনও সাপোর্ট ছিল না ২০১৮ সালে। ত্রিপুরাতেও। বামেদের ভোট চলে যায় বিজেপিতে। এখন বাম-কংগ্রেস জোট হয়েছে। যারা বিজেপিকে চায় না, তারা বামেদের দিকেও যাবে না। তিপ্রামোথা যেখানে ভাল ফল করেছে। সেখানে বামেদের শক্ত ঘাঁটি ছিল।"
প্রসঙ্গত, ত্রিপুরার আদিবাসীদের স্বশাসিত পর্ষদ নির্বাচনে ভাল ফল করেছে তিপ্রামোথা। বর্তমানে অন্ত ২০-২১ টি আসন তাদের দখলে। এই সূত্র ধরেই রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, তবে কি ত্রিপুরার মহারাজা প্রদ্যুত কিশোর মাণিক্যের দল তিপ্রামোথা-র সঙ্গে সমঝোতার রাস্তা খুলে রাখতে চায় তৃণমূল?