হ্যাঁ, এরাই তো দুর্গা ৷ যারা চেতনায় ঢুকে বদলে দিতে পারে জীবন ৷ অন্ধকার থেকে বের করে বদলে দিতে পারে জীবনকে দেখাতে পারে নতুন দিক ৷ তবে অন্যের হয়ে লড়াই করলেও, এদের নিজেদের লড়াই সহজ ছিল না ৷ সহজ ছিল না পরিবর্তনের পক্ষে কন্ঠ তোলা ৷ কেউ কেউ প্রথমেই আঘাত হেনেছিল তাঁদের স্বপ্নে, কেউ কেউ জোর চালিয়ে ছিল প্রতিবাদের ভাষাকে দুর্বল করতে ৷ তবে শোভা, অনিতা, সরস্বতী, সালিহা, মমতা, পূজারা দমেনি ৷ নিজের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে, নতুন করে তৈরি করেছেন তাঁদের সহজ পাঠ ৷
advertisement
ঝাড়খন্ডের ছোট্ট গ্রাম পোখারদিহার মেয়ে শোভা ৷ সদ্য পা রেখেছে উনিশে ৷ আঠারোতেই মা-বাবা বিয়ে দিয়েছিলেন শোভার ৷ এ তাঁর জীবনের অন্য গল্প ৷ তবে সেখানেই আটকে নেই শোভা ৷ বরং শোভা প্রতিবাদ শুরু করেছিল প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই ৷ বিহার-ঝাড়খন্ডে এখনও অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়েও দেওয়ার রীতি রয়েছে ৷ এখনও স্কুলে যাওয়ার পরিবর্তে মেয়েদের চলে যেতে হয় স্বামীর ঘরে৷ কিন্তু শোভা, প্রতিবাদ করেছিল ৷ তার মা-বাবাকে জানিয়ে ছিল আঠারো না হলে সে বিয়ে করবে না ৷ শোভার কথায়,
শোভা রাষ্ট্রীয় ঝাড়খন্ড সেবা সংস্থানের সঙ্গে যুক্ত ৷ যা কিনা CRY পরিচালিত এক কার্যক্রম ৷ এই সংস্থানের কাজই হল, বয়ঃসন্ধিতে থাকা মেয়েদের সজাগ করে তোলা ৷ বাল্য বিবাহকে আটকানো ৷ এমনকী, স্বামী ও তাঁর পরিবারকে রাজি করা, যেন বিয়ের পরেও তার পড়াশুনোয় কোনও বাধা না পড়ে ৷
শোভার কথায়,
শোভার মতো অনিতাও এগিয়ে এসেছে ৷ নিজের বাড়ির লোকদের স্পষ্টই জানিয়ে দিয়েছে, অল্প বয়সে বিয়ে নয় ! বরং সে পড়তে চায় ৷ নিজের স্বপ্নকে পূরণ করতে চায় ৷ অনিতা এখন ক্লাস টুয়েলভে পড়ে৷ শোভার সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন দিশার স্বপ্ন দেখায় ৷ অনিতার কথায়,
সরস্বতীর বয়স ২২ ৷ প্রায় ১৫ জন বয়ঃসন্ধিতে থাকা মেয়েদের নিয়ে সে তৈরি করেছে শান্তি কিশোরী মণ্ডলী ৷ অল্প বয়সে মেয়েদের বিয়ের কুফল নিয়ে সজাগ করে তোলাই সরস্বতীর লক্ষ্য ৷ সঙ্গে নারী শিক্ষাকে গোটা গ্রাম ও রাজ্যে ছড়িয়ে দিতে চায় সরস্বতী ৷ এমনকী, সরস্বতীর পরিবার তাঁদের পৈতৃক জমিও দান করেছেন মেয়েদের জন্য স্কুল তৈরির কাজে ৷ সরস্বতীর কথায়,
এই একই পথে নতুন করে নিজেদের স্বপ্ন পূরণের পথে সালিহা বিবি, মমতা ও পূজা কুমারি ৷ নিজেদের স্বপ্ন পূরণে, নিজেদের পা দাঁড়াতে, সবচেয়ে বড় ‘মেয়ে’দের নিয়ে সমাজের চিন্তা-ভাবনাকে বদলে দিতে এগিয়ে এসেছেন ৷ যেমন এগিয়ে এসেছেন সালিহার মা তেহমিনা বিবি ও পিঙ্কির মা সুনিতা দেবী ৷ তাঁরা নিজেদের মেয়ের পাশে দাঁড়িয়েছে ৷ আর তাঁদেরও আশা, এই ভাবেই একদিন দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি রাজ্যে মেয়েরা এগিয়ে আসবে সমাজকে বদলে দিতে ৷ নিজেদের অস্তিত্বকে শুধুমাত্র অন্দরমহলে আটকে না রেখে, গোটা বিশ্বের কাছে তুলে ধরতে ৷ আর এইভাবেই একদিন গোটা বিশ্বকে জানিয়ে দেবে লিঙ্গ বৈষম্যকে বলে কিছু হয় না ৷ এইভাবেই একদিন প্রতিটি ঘরের মেয়ে সমাজের নোংরা, পিছিয়ে পড়া চিন্তাকে দমন করে হয়ে উঠবে অন্য দুর্গা ৷ যেমন ঝাড়খন্ডের শোভা, অনিতা, সরস্বতী সালিহা বিবি, মমতা ও পূজা কুমারি ৷
পিছিয়ে পড়া শিশুদের অধিকাররক্ষার উদ্দেশ্যে গত ৩৮ বছর ধরে দেশের ২৩টি রাজ্যে কাজ করে চলেছে অসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই – চাইল্ড রাইট্স অ্যান্ড ইউ’। ক্রাই-এর সম্পর্কে আরও বিশদ জানতে ও শিশুদের অধিকাররক্ষার অভিযানে সামিল হতে লগ অন করুন: www.cry.org
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}