পুলিশ জানিয়েছে ওই আদিবাসী তরুণীর স্বামী তাঁর স্ত্রীকে বিবস্ত্র করে গ্রামে ঘোরান। অভিযোগ, এই কাজে ইন্ধন ছিল শ্বশুরবাড়ির অন্য সদস্যদেরও। বিয়ের পর স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিল ওই তরুণী। অভিযোগ তার শ্বশুরবাড়ির সদস্যরা অপহরণ করে নিয়ে যায় তাকে নিজেদের গ্রামে। তার পর নগ্ন করে তাঁকে ঘোরানো হয় গ্রামে।
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত জনতার সামনে তরুণীকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, ‘‘সভ্য সমাজে এই ধরনের ঘটনার কোনও স্থান নেই।’’ তিনি নির্দেশ দিয়েছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক আদালতে পেশ করতে।
ন্যক্কারজনক এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। তাঁর অভিযোগ, এক তরুণীকে বিবস্ত্র করে প্যারেড করানো হচ্ছে গ্রামে, অথচ প্রশাসন কিছুই জানে না।
সাধারণ মানুষের কাছেও বসুন্ধরার আর্জি, এই ভিডিও যেন তাঁরা শেয়ার না করেন।