TRENDING:

IAF Aircraft Crash: প্রশিক্ষণের সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, বায়ুসেনার বিমান ভেঙে মৃত ২ পাইলট

Last Updated:

IAF Aircraft Crash: সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলঙ্গনাঃ ভারতীয় বিমান বাহিনী (IAF) Pilatus PC 7 Mk-II বিমান ভেঙে পড়ল। তেলঙ্গানার মেদক জেলার তুপ্রানের রাভেল্লির মেদক জেলায় বিমানটি ভেঙে পড়ে। তেলঙ্গানার (Telangana) দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement

বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ চলতি সপ্তাহে দার্জিলিং-কালিম্পং যাওয়ার প্ল্যান? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাইলটদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্টে লেখেন, “হায়দরাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুই পাইলট প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”

advertisement

সূত্রের খবর, কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে আইএএফ বিমানটিতে কতজন লোক ছিল তা নিয়ে স্থানীয়রা এখনও নিশ্চিত নয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আইএএফের একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিমানটি সুরাতগড়ের এয়ারফোর্স স্টেশন থেকে একটি নিয়মিত অপারেশনাল ট্রেনিংয়ের জন্য আকাশে উড়েছিল৷ এরপরেই, পাইলট অনবোর্ড জরুরি অবস্থার সম্মুখীন হন। তিনি বিমানটি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। পাইলটকে সুরতগড় ঘাঁটি থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর পূর্ব থেকে উদ্ধার করা হয়।”

বাংলা খবর/ খবর/দেশ/
IAF Aircraft Crash: প্রশিক্ষণের সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, বায়ুসেনার বিমান ভেঙে মৃত ২ পাইলট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল