- 22197 কলকাতা- বীরাঙ্গনা লক্ষ্মীবাই এক্সপ্রেস
- 12317 অকাল তখত এক্সপ্রেস
- 12359 কলকাতা - পাটনা গরিব রথ
- 13135 কলকাতা জয়নগর এক্সপ্রেস
আরও পড়ুন- কেন্দ্রের বড় ঘোষণা! আধাসামরিক বাহিনী ও অসম রাইফেলসে অগ্নিবীরদের ১০% সংরক্ষণ!
সময় পরিবর্তন করা হয়েছে
- 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস
advertisement
অগ্নিপথ সেনা নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জন্য ট্রেন বাতিল হও পূর্ব মধ্য রেলের অন্যান্য বাতিল ট্রেনের মধ্যে রয়েছে
- 13319 দুমকা - রাঁচি এক্সপ্রেস
- 13553 আসানসোল - বারাণসী মেমু এক্সপ্রেস
- 03573 জসিডি - কিউল মেমু প্যাসেঞ্জার
পূর্ব মধ্য রেলের কোন কোন ট্রেন রবিবার বাতিল হয়েছে রইল তালিকা:-
বাতিল: (১৯.০৬.২০২২)
- 13545 আসানসোল – গয়া এক্সপ্রেস
- 12317 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস
- 13031 হাওড়া - জয়নগর এক্সপ্রেস
- 13401 ভাগলপুর - দানাপুর এক্সপ্রেস
- 13419 ভাগলপুর - মুজাফফরপুর এক্সপ্রেস
- 15553 ভাগলপুর - জয়নগর এক্সপ্রেস
- 13404 ভাগলপুর - রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস
- 13415 মালদা টাউন - পাটনা এক্সপ্রেস
আরও পড়ুন- "অগ্নিপথের বিক্ষোভকারীদের বিভ্রান্ত করা হয়েছে": CNN-News18 টাউন হলে অনুরাগ ঠাকুর
সময় পরিবর্তন: (১৯.০৬.২০২২)
১। 13151 কলকাতা - জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১:৪৫-এর বদলে বিকেল ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে।
২। 12381 হাওড়া - নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ৮:১৫-র বদলে বিকেল ৪:৫০-এ ছাড়বে৷
৩। 12305 হাওড়া - নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ২:০৫-এর বদলে বিকেল ৩:১৫-তে ছাড়বে।
৪। 12369 হাওড়া - দেরাদুন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ১ টার বদলে বিকেল ৪:১০ এ ছাড়বে।
৫। 12335 ভাগলপুর - লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ৯ টার বদলে ছাড়বে বিকেল ৫ টায়।
৬। 12367 ভাগলপুর - আনন্দ বিহার (টি) বিক্রমশিলা এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ১১:৫০ এর বদলে ছাড়বে সন্ধ্যায় ৬ টায়।