TRENDING:

Train Cancelled: বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, উৎসবের মরশুমে আপনার ট্রেন বাতিল নয় তো

Last Updated:

Train Cancelled: কয়েকটি ট্রেনের চলাচল বাতিল ও একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল-সুন্ধিয়ামাও স্টেশনের মধ্যে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বামুনিগাঁও ও ধুপধরার মধ্যে ডাবল লাইন চালু করার জন্য সংশ্লিষ্ট সেকশন দিয়ে পরিচালনা করা কয়েকটি ট্রেনের চলাচল নীচের বিবরণ অনুযায়ী বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।
উৎসবের মরশুমে বাতিল বহু ট্রেন
উৎসবের মরশুমে বাতিল বহু ট্রেন
advertisement

ট্রেনের বাতিলকরণ:➢ ১১ ও ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৪নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৩ ও ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৩নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৩নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ও ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

advertisement

➢ ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫০৭৭নং. (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস ও ১২৪০৭নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে ১২৪০৮নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১০ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৩নং. (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০২০নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০১৯নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ১৫৬০২নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস, ১৫৭৫৩/১৫৭৫৪নং. (আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার) শিফুং এক্সপ্রেস ও ১৫৭৬৯/১৫৭৭০নং. (আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

আরও পড়ুন –  Highway Blocked: লিটার লিটার দুধ ঢেলে দেওয়া হল রাস্তায়, দুগ্ধ চাষিদের প্রতিবাদ

➢ ১০ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৪নং. (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে।➢ ১১ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ১৫৬০১নং. (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১১ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৬০৮নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার বাতিল থাকবে।➢ ১০, ১২ ও ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৬০৭নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল থাকবে।➢ ১১, ১৩ ও ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৪১৭নং. (আলিপুরদুয়ার-শিলঘাট টাউন) রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১২, ১৪ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৪১৮নং. (শিলঘাট টাউন-আলিপুরদুয়ার) রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১৫ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৭৫২৩/০৭৫২৪নং. (নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙ্গাইগাঁও) ডেমু স্পেশাল বাতিল থাকবে।

advertisement

রঙিয়া হয়ে ট্রেনের পথ পরিবর্তন:➢ ১০ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৬২নং. (কামাখ্যা-রাঁচি) এক্সপ্রেস।➢ ১০ ও ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৬নং. (গুয়াহাটি-হাওড়া) শরাইঘাট এক্সপ্রেস।➢ ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা) এক্সপ্রেস।➢ ৯ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস।➢ ১০ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬০১নং. (ধুবড়ি-কামাখ্যা) এক্সপ্রেস এবং ১৫৬১৯নং. (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস।➢ ১০ ও ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৩নং. (এসএমভিবি বাঙ্গালুরু-আগরতলা) হামসফর এক্সপ্রেস।➢ ১১ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস।

advertisement

➢ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৫নং. (হাওড়া-গুয়াহাটি) শরাইঘাট এক্সপ্রেস।অযোধ্যা হয়ে ট্রেনের পথ পরিবর্তন:➢ ১৩ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৭নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা হয়ে পথ পরিবর্তন করবে।➢ ১৪ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৮নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancelled: বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, উৎসবের মরশুমে আপনার ট্রেন বাতিল নয় তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল