TRENDING:

Train Cancelled: বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, উৎসবের মরশুমে আপনার ট্রেন বাতিল নয় তো

Last Updated:

Train Cancelled: কয়েকটি ট্রেনের চলাচল বাতিল ও একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল-সুন্ধিয়ামাও স্টেশনের মধ্যে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বামুনিগাঁও ও ধুপধরার মধ্যে ডাবল লাইন চালু করার জন্য সংশ্লিষ্ট সেকশন দিয়ে পরিচালনা করা কয়েকটি ট্রেনের চলাচল নীচের বিবরণ অনুযায়ী বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।
উৎসবের মরশুমে বাতিল বহু ট্রেন
উৎসবের মরশুমে বাতিল বহু ট্রেন
advertisement

ট্রেনের বাতিলকরণ:➢ ১১ ও ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৪নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৩ ও ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৩নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৩নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ও ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

advertisement

➢ ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫০৭৭নং. (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস ও ১২৪০৭নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে ১২৪০৮নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।➢ ১০ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৩নং. (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০২০নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০১৯নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ১৫৬০২নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস, ১৫৭৫৩/১৫৭৫৪নং. (আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার) শিফুং এক্সপ্রেস ও ১৫৭৬৯/১৫৭৭০নং. (আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে।

advertisement

আরও পড়ুন –  Highway Blocked: লিটার লিটার দুধ ঢেলে দেওয়া হল রাস্তায়, দুগ্ধ চাষিদের প্রতিবাদ

➢ ১০ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৪নং. (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে।➢ ১১ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ১৫৬০১নং. (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১১ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৬০৮নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার বাতিল থাকবে।➢ ১০, ১২ ও ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৬০৭নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল থাকবে।➢ ১১, ১৩ ও ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৪১৭নং. (আলিপুরদুয়ার-শিলঘাট টাউন) রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১২, ১৪ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৪১৮নং. (শিলঘাট টাউন-আলিপুরদুয়ার) রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।➢ ১৫ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৭৫২৩/০৭৫২৪নং. (নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙ্গাইগাঁও) ডেমু স্পেশাল বাতিল থাকবে।

advertisement

রঙিয়া হয়ে ট্রেনের পথ পরিবর্তন:➢ ১০ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৬২নং. (কামাখ্যা-রাঁচি) এক্সপ্রেস।➢ ১০ ও ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৬নং. (গুয়াহাটি-হাওড়া) শরাইঘাট এক্সপ্রেস।➢ ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা) এক্সপ্রেস।➢ ৯ ও ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস।➢ ১০ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬০১নং. (ধুবড়ি-কামাখ্যা) এক্সপ্রেস এবং ১৫৬১৯নং. (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস।➢ ১০ ও ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৩নং. (এসএমভিবি বাঙ্গালুরু-আগরতলা) হামসফর এক্সপ্রেস।➢ ১১ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস।

advertisement

➢ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৫নং. (হাওড়া-গুয়াহাটি) শরাইঘাট এক্সপ্রেস।অযোধ্যা হয়ে ট্রেনের পথ পরিবর্তন:➢ ১৩ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৭নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা হয়ে পথ পরিবর্তন করবে।➢ ১৪ থেকে ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৮নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancelled: বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, উৎসবের মরশুমে আপনার ট্রেন বাতিল নয় তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল