কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে তুমুল কটাক্ষ করে বিহার সম্পর্কে তাঁর ধারণা ও বোধগম্যতাকেই রীতিমতো চ্যালেঞ্জ করে বসলেন প্রশান্ত কিশোর। রবিবর এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রশান্ত কিশোর বলেন, “রাহুল গান্ধির ‘ভোট চুরির’ ঘন ঘন অভিযোগ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার জন্য তরুণদের প্রতি তাঁর আবেদন সত্ত্বেও, বিহারের Gen Z তাঁর আহ্বানে কোনওমতেই সাড়া দেবে না।”
advertisement
প্রশান্ত কিশোরের পাল্টা প্রশ্ন, “রাহুল গান্ধির বিহার সম্পর্কে কতটা জ্ঞান আছে? রাহুল এখানে আসেন, ঘুরে বেড়ান, দু-একটা শো-বাইট করেন এবং তারপর চলে যান”।
advertisement
পিকের ভাষায়, “যখন বিহারের মানুষই তাঁর কথা শুনছেন না, তখন Gen Z কেন তার কথা শুনতে যাবে? একইসঙ্গে, প্রশান্ত কিশোরের দাবি, “বিহারের Gen Z এমন নয় যাঁরা কারও কথায় বা পরামর্শের বশবর্তী হয়ে নিজেদের ভাব বা চিন্তাধারা বদলে ফেলবেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 10:44 PM IST
