TRENDING:

Train Accident: ফের রেল দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?

Last Updated:

Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি লাইনচ‍্যুত হয়েছে। যদিও রেল কতৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি লাইনচ‍্যুত হয়েছে। যদিও রেল কতৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
advertisement

বৃহস্পতিবার দুপুর ৩:৫৫ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বৃহ আগরতলা ছেড়ে এগোনোর পথেই লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ছাতা রাখুন সঙ্গে…কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় কলকাতা-সহ দক্ষিণের ৫ জেলা! নিম্নচাপের ফাঁড়া কাটবে কবে?

advertisement

কী কারণে এমন দুর্ঘটনা ঘটনা ঘটল, তার কারণ অবশ‍্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রেলের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস‍্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ঘটনার জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। রেল সূত্রে জানান হয়েছে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি স্পেশ‍্যাল (ট্রেন নং-০৫৬৯৮) এলং রঙ্গিয়া শিলচর-রঙ্গিয়া এক্সপ্রেস (ট্রেন নং-১৫৬১১/১৫৬১২), নিউ-জলপাইগুড়ি গুয়াহাটি ( ট্রেন নং -০৫৬৯৭) এবং গুয়াহাটি-শিলচর ১৫৬১১/১৫৬১৫)- ট্রেনগুলি বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: ফের রেল দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল